পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ግ8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী গগনেতে কাল মেঘ হইল উদয় ; উছলিল সিন্ধু ! মত্ত হইল যবন । সুপ্ত বাসনার স্রোভ হইয় প্রবল ছুটিল ভীষণ বেগে, চিন্তার বন্ধন কোপ্পায় ভাসিয়া গেল ; হৃদয় কেবল রমণীর রূপে স্বরে হইল মগন । মুছাইতে অশ্র কবু করিলা বিস্তার,— ধ্রুম্ ক’রে দুরে তোপ গজ্জিল আবার । >ー আবার সে শব্দ, ভেদি সঙ্গীততরঙ্গ, ' গেল নবাবের কাণে বঞ্জনfদ করি ; ঘুরিল মস্তক, ভয়ে কঁাপিতেছে অঙ্গ, শিরস্ত্রাণ পড়ি ভূমে দিল গড়াগড়ি । • ইংরাজের রণবাদ্য দুর আম্রবনে হুঙ্কারিল ভীম রোলে, কঁাপিল অবনী ; যত যন্ত্র ধরণতলে হইল পতন, নৰ্ত্তকী অদ্ধেক নাচে থামিল অমনি । মুহূৰ্ত্তেক পূৰ্ব্বে যেই বিকচ বদন হাসিতে ভাসিতেছিল, মলিন এখন ! 3 ఏ • বেগে ফরসির নল ফেলিয়া ভূতলে, আসন হইতে যুবা চকিতে উঠিল ; ভেসেছিল যেই চিস্ত নারী-অশ্ৰুজলে, আবার হৃদয়ে বিষদত্ত বসাইল । গভীর চরণক্ষেপে, অবনত মুখে, ভ্ৰমিতে লাগিল ধীরে চিন্তাকুল মনে :