অকাশরঞ্জিনা | 8హి ●b" প্রণয় অমূল্য নিধি সতীর সম্পদ ; রাখে পতিপ্রাণ নারী পরম যতনে, প্রদানিতে প্রিয়তম পতির চরণে,— সতীত্বমূণালে প্রেম, ফুল্ল কোকনদ। পরিণয়কালে কলি হ’য়ে বিকশিত, পরিমল দানু করে যাবত জীবন ; দেবের চুল্লভ আহ ! অমরবাঞ্ছিত,— পারে কি পাপিনী দিতে এমন রতন ? -- 钴 বিকচ কমল আশে কোন মূঢ় জন, বীপ দেয় বেগবতী স্রোতস্বতী-জলে ? মধুলোভে মত্ত হয়ে ত্যজিয়ে কমলে, ভূজঙ্গিনী ওষ্ঠাধর কে করে চুম্বন ? সুশীতল জল লাগি তৃষিত হৃদয়ে, বাড়ব অনলে বল, কে হয় মগন ? বারাঙ্গনাঙ্গদয়েতে ষে চাহে প্রণয়, মৃগতৃষ্ণিকায় তার, নীর অন্বেষণ । to e সোণার সংসার তব ডুবাইয়া জলে, ত্যজিয়া আচল বৃদ্ধ জনক জননী, ত্যজিয়া কনিষ্ঠ পতিবিহীনা ভগিনী, কেমনে ভুলিলে সেই পাপিনীর ছলে ? আজন্ম রোপিত তব প্রণয়ের লতা কেমনে অকালে তারে করিয়া ছেদন ? কেমনে পাষাণ মনে,"ত্যজিয়া মমতা, প্রেমের প্রতিমা তব দিলে বিসর্জন ?
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।