পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Tه م%8 নবীনচন্দ্রের ওই ক্ষুদ্র সৈন্ত লয়ে,--নাহি মনে ভয়— এ বিপুল সৈন্য মম সম্মুখ সমরে ? সরলীনিঃস্থত স্রোতে কোন মূঢ় জনে সাহসে সিন্ধুর স্রোত চাহে ফিরাইতে ? ংবা কোন মূখ বল ভীম প্রভঞ্জনে পাথার বাতাসবলে চাহে বিমুখিতে ? ' না জানি কি ষড়যন্ত্র হইয়াছে স্থির ; অবশু হয়েছে কোন মন্ত্রণ গভীর । చీ: “আমি মূখ, সৰ্ব্বনাশ করেছি আমার ; মিরজাফরের এই চক্রাস্ত জানিয়া, রেখেছি জীবিত, ভুলে শপথে তাহার ; ক্লাইবের পত্রে ছিন্থ নিশ্চিস্ত হইয়া । , কে জানে ইংরাজ জাতি এত মিথ্যাবাদী ? এত আত্মম্ভরী ? এত কৰ্ণপটা-আধার ? কথায় স্বপক্ষ হয়, কার্য্যে প্রতিবাদী ? তাদের ভরসা আশা মরীচিকা সার ? এখন কোথায় যাই, কি করি উপায়, বিশ্বাসঘাতকী হয় । ভুব’ল আমায় ! vు: - “যদি কোন মতে কালি পাই পরিত্রাণ, মিরজাফরের সহ যত বিদ্রোক্টর মনোমত সমুচিত দিব প্রতিদান ; বধিব সবংশে । আগে যত রমণীর বিতরি সতীত্বরত্ন আপন কিঙ্করে তাদের সম্মুখে ; পরে সন্ত্ৰীক সন্তান