পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। । 8*తి অমনি বিদ্যুৎ-বেগে করিয়া বেষ্টন 癒 ধরিল রমণী ভুজ-মৃণাল-যুগলে । ... - শিবিরের এক পার্শ্বে পর্যাঙ্ক উপরে, . বসিয়ু নীরবে রাণী প্রথম হইতে, -নবাবের ভাব দেখি, বিষণ্ণ অস্তরে শয্যা ভিজাইতেছিল নয়নবারিতে ; নবাবে ছুটিতে দেখি, উন্মাদ-আকার, গিয়াছিল বিষাদিনী পশ্চাতে তাহার । {}ఫి. কjমিনী-কোমল-স্নিগ্ধ-অঙ্গ পরশিতে, কিছু পরে বঙ্গেশ্বর চেতন পাইয়া, অবোধ শিশুর মত লাগিল কঁাদিতে, বিষাদিনী প্রেয়সীর গলায় ধরিয়া । রোদনের শব্দে পরিচারিকামণ্ডল আসিয়া, নবাবে নিল পৰ্য্যঙ্কে তখনি, নক্ষত্রবেষ্টিত চন্দ্র গেলা অস্তাচল । “এ কি নাথ ” জিজ্ঞাসিল বিষাদিনী ধনী ; অভাগা অস্ফুটশ্বরে বলিল তখন, "অবিশ্বাসী—আততায়ী—বধিল জীবন ৷” to a -নিদাঘনিশির শেষে নীরব অবনী : নিবিড় তিমিরে ঢাকা ভূতল, গগন ; দুই এক তার হয়ে মলিন অমনি জলিতেছে, শিবিরের অংলেণর মতন । ভবিষ্যৎ ভাবি যেন বঙ্গ বিষাদিনী কাদিতেছে ঝিল্লিরবে ; পলাশি-প্রাঙ্গণ