পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী ।' ভেদিয়া উঠিছে ধ্বনি চিত্তবিদারিণী, মুহূৰ্ত্ত নবাব ধ্বনি করিল শ্রবণ – অন্ধকারে ধবনি যেন নিয়ত-বচন কি বলিল, শিহবিল সভয় যবন ।

  • - 3 *

"অবিশ্বাসী—আততায়ী-বধিল জীবন,”— বলিতে বলিতে ক্লাস্ত হ’ল কলেবর ; নিদাঘশকারী-শেৰে নৈশ সমীরণ, বহিছে স্বনিয়া আম্রকানন ভিতর । , অতিক্ৰমি বাতায়ন শীতল সমীর, ব্যজন করিতেছিল মবাবে তখন ; ভাবনায়, অনিদ্রায়, হইয়া অধীর, অমনি অজ্ঞাতে ধীরে মুদিল নয়ন , । বিকট স্বপন যত দেখিল নিদ্রায়, । বলিতে শোণিত, কণ্ঠ, শুকাইয়া যায় । 8え প্রথম স্বপ্ন । “রাজ্যলোভে মুগ্ধ ਝਾਂ আরে দুরাচীর । অকালে আমারে, দুষ্ট ! করিলি নিধন ! কালি রণে প্রতিফল-পাইবি তাহার, সহিবি রে অনুতাপ আমার মতন।” দ্বিতীয় স্বপন । -সিরাজ, তোমার আমি পিতৃব্যকামিনী शब्रि भभ ब्रांछा षन, कब्रि cनभांडव्र,