পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । । $>驾 উচ্ছসিত আজি প্রিয়ে । প্রেম-পারাবার অনন্তু লহরী তাহে নাচিয়া বেড়ায় ; প্রত্যেক কল্লোলে প্রাণ গায় তব প্রেমগান, । প্রত্যেক হিল্লোলে আজি চুম্বে বারংবার প্রিয়ে ! কেরোলাইনা আমার। প্রিয়ে ; কেরোলাইন আমার সমুদ্রের এক প্রাস্তে ভাসিলে চন্দ্রমা, সীমা হ’তে সীমান্তরে হাসে সিন্ধু সেই করে, রাজত চন্দ্রিকাময় হয় পারাবার ; তেমতি যদিও তুমি ইংলণ্ডে উদিত, প্রিয়ে তব রূপরাজি ভারতে ভাসিছে আজি, ভাসিতেছে প্রিয়তমে । চিত্তে অভাগার ; “প্রিয়ে ! কেরোলাইন আমার !

  • ు “প্রিয়ে ! কেরোলাইন আমার ! যেই দিন দুরাকাঙ্কা-তরী আরোহিয়া লঙ্ঘিয়া প্রবল সিন্ধু, ছাড়িয়া প্রণয়-ইন্দু, আসিয়াছে দেশাস্তরে প্রণয়ী।তোমার,

সেই দিন প্রিয়তমে । আবার, আবার, আজি এই রণস্থলে, , দুৰ্নিবার স্থতিৰলে,