অবকাশরঞ্জিনী । (t , § 3 বয়সেতে শ্বেতকেশী শাশুড়ী অামার, প্রাণের অধিক ভাল বাসেন আমায় ; নীরবে ভাসেন তিনি নয়নধারায়, নিরখিয়া দুঃখিনীর মলিন আকার । “মা মা” বলি অতি বৃদ্ধ শ্বশুর যখন ডাকেন আমীরে অহা ! সকরুণ মনে ; দেখি অশ্র’ ঘোমূঢ়ায় ঢাকিয়া বদন ; নয়নের বারি নাথ ! নিবারি নয়নে । ( নিকটস্থ শয্যর প্রতি চাহিয়া ) & & *4এই যে রয়েছে শুয়ে চির অনাথিনী সহোদরা স্নেহনেত্রে নিরখে আমায় ; ভুলাইতে দুঃখ মম, ধরিয়া গলায়, বলে কত শত কথা দিবস যামিনী । প্রবোধ না মনে যদি আপনার মন, দেবের অসাধ্য তারে, কুরে নিবারণ। মানে কি জলস্তানল তৈলাক্ত বসন ? নদী-স্রোত মনে কবে বালির বন্ধন ? @や登 ছায়ারূপে থাকি সদা নিকটে আমার, ডুবাইতে চাহে তার আননা-হিল্লোলে বিষাদ-লহরী মম। ধরিয়া কপোলে একেবারে দিয়ে হাসি-সাগরে সাতার, কত মত রঙ্গ করে ; ভাবে মনে মনে বিকশিৰে হাসিরাশি অধরে আমার – নিৰ্ব্বাপিত দীপে যথা দীপ-পরশনে পুনৰ্ব্বার হয় পূর্ণ অালোকসঞ্চার।
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।