পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢२ নবীনচক্সের গ্রন্থাবলী। & কতু যদি অন্ত মনে ভাসি নেত্রনীরে, কঁদি আমি, শূন্তপানে করি নিরীক্ষণ, নিরখিয়া হয় । মম মলিন বদন, দাড়াইয়া পাশে মাথা রাখিয়া প্রাচীরে কঁদে ধনী ; ভাঙ্গে ষবে জাগ্রৎস্বপন, আপন বৈধব্যদশা সকাতরে কয় ; কি অধিক ক্লেশকর জানে নি এখন, হতাশ বৈধব্য, কিবা নিরাশ প্রণয় । 意* সখি ! তুমি যে নিদ্রায় শায়িত এখন, , পোহাইলে বিভাবী জাগিবে; আবার ; কিন্তু যেই নিদ্রা আজি হইবে আমাপ, শত বিভাবী-শেষে হবে ন চেতন । প্রভাতে সুগন্ধবহ মন্দ সমীরণ সঞ্জীবনী সুধারাশি করি বরিষণ, কোকিল-কাকলি, কিবা বিহঙ্গ-কুজন, ভাঙ্গিবে না নিপ্রী মম, তোমার যেমন । 总> নাথের নিষ্ঠুর ভাব, বিরহযন্ত্রণ, নিরাশ প্রণয়দুঃখ, চিস্তার দংশন, দহিবে না, সহিব না এখন যেমন ; কিন্তু ছাড়িৰ না পতি প্রণয়বাসনা । ধৰ্ম্ম-পরিণয়রূপ দুর্লভঘ্য বন্ধন দিয়াছেন বিধি সখি ! আদরে আমায় অনন্ত জীবন আমি পাইব যখন, অনন্ত বন্ধনে সখি ! বাধিব সখায়