এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
t8 নবীনচন্দ্রের এন্থাবলী । মধুকর ভ্রমে, বিকাশিমু দঃ, ভাসিয়া যৌবন জলে ; নিদারুণ কীট, পশিয়া মরমে i শুকালো বিকচ-দলে । সখি !— যায় প্রাণ যায়, দংশন-জ্বালায় বঁচিনে পরাণে অী ; জীবন-মৃণাল, § এই ছুরিকায়, কাটিব করেছি সার । আমার লাগিয়া, কঁদিওনা সখি ! ভাসিয়া নয়ন-জলে ; , কঁপাল-লিখন, কে মুছিতে পারে, কে জিনে অদৃষ্টবলে ? কেন অশ্রু তুমি, . কর বিড়ম্বনা, ভূতলে হও পতন ; অভাগীর মুখ, * বারেক নিরধি, নিরখি প্রেমনয়ন । সখি রে -- কালি যদি পতি, ফিরেন আলয়ে, বলিও তাহার কাণে ; গত প্রেম স্মরি, হত দুঃখিনীরে পবিত্র প্রেয়সী জ্ঞানে ; লইতে হৃদয়ে, তা হলে নিশ্চয়, • * ' বাচিবে দুঃখিনী প্রাণে । হৃদেশ-পরশে হৃদয়-সরসে, ফুটিবে জীবন ফুল ;