পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ぐ。 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । প্রজার বিরাগ, পরে পলাশিসমর, পরাজরাজ যু, পলায়ন, স্বত, কা রাঘর, ©ፄ অবশেষে প্রিয়তম-পত্নী-কারাবাস,— একে একে সব মনে হইল উদিত ' শেষ চিস্তা—দাবানলে ছুটিল বাতাস,— চিন্তার মস্তিষ্ক এবে হইল ঘূর্ণিত । সহিতে না পারি যেন এই গুরু ভাল্প ভূতলে পতিত হ’ল শ্লথ-কলেবর ;مئ কমলিনীদলনিভ শয্যায় যাহার সতত শয়ন, তার শয্যা কি প্রস্তর। অবিচ্ছিন্ন চিন্তারাশি নয়নে তাহার ঘোরতর কুঙ্কটিকা করিল সঞ্চার। שלא কুঙ্কটিকা ব্যাপ্ত সেই তমিস্র ভিতরে, নিরপিল হতভাগা মানস-নয়নে, ভীষণ উন্মত্ত নীল বহ্নির সাগরে প্রচণ্ড তরঙ্গরাশি ভীম আবৰ্ত্তনে গৰ্জ্জিছে জীমূত-নাদে ; নাহি বেলসীমা, ছুটিছে অনল-উৰ্ম্মি দিগন্ত ব্যাপিয়া ; অতি ভয়ঙ্কর সেই অনল-নীলিমা । সে নীল তরল বহ্নিসাগরে ভাসিয়া ংখ্য মানববৃন্দ, দক্ষ কলেবর, অনস্ত কালের তরে দহে নিরস্তর।