পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చీ ఖ8 নবীনচন্দ্রের গ্রস্থাবলী । “এ কেমন উন্মত্তত ”—এ কি শব্দ হয় ? দ্বিগুণ ভীষণতর তরঙ্গ দ্বিতীয় অঘোতিল বজ্রনাদে হাহাকার করি কাদিয়া বলিল মাজি—“ভেঙ্গে গেল হালি ! হা ঈশ্বর ! ! ঈশ্বর ”—ঝ"াপ দিল মাজি । বীরেন্দ্র ধরিবে ভয়ে ঝাপিল শঙ্কর,— প্রভূগত-প্রাণ রদ্ধ! বাহু প্রসারিয়া, বিলম্বিত কলেবৰে, শঙ্কর পশ্চাতে, পড়িল বীরেন্দ্র । মগ্ন হইল তরণী অতল সলিল তলে,-ডুবিল সকল ! অদূরে তরঙ্গবক্ষে ভাসিয়া যখন দেখিলা বীরেন্দ্র,—মৃত্যু বক্ষেতে শঙ্কর, নক্রবেগে সাত{রিয়া ধরিলা তাহারে ! *ছাড় ছাড়”—উচ্চৈঃস্বরে বলিল শঙ্কর ; -না—না”—বলিলা বীরেন্দ্র । আবার তরঙ্গ তলে ভুবিল দুজন ; মালার ভাসিয়া উঠিল তরঙ্গশিল্পে মুহূর্ক্সেক পরে । এই বাবু বীরেন্দ্রের উত্তীয় এক অগ্ৰে বধিয় শঙ্কল্পে—অদ্য অগ্রবন্ধ নিজ কটিবন্ধে,—যুবা চলিলা সীতারি, তরঙ্গে তরঙ্গে ভুবি ভাসিয়া আবার । বীরেন্দ্র মুহুৰ্ত্ত পরে উঠিলা ভাসিয়া লঘুত্তর ; উত্তরীয় টানিলা সত্ত্বাসে ; বস্ত্রাগ্র অসিল করে ; কোথায় শঙ্কর । মস্তক তুলিয়া যুবা দেখিলা চৌদিকে,— উৰ্ম্মির পশ্চাতে উৰ্ম্মি, উৰ্ম্মি তার পর,