পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । &ఫి কিন্তু আজীবন মম ও পদবাসনা, ও পদে যাইব নাথ ! বাসনা আমার ! 2 কোথায় প্রাণের পতি জীবনজীবন, উদ্দেশে তোমার মুখ করিমু চুম্বন ; স্বপনে ছুরিকা নাথ ! করেছ অর্থণ, কাটলাম ছুরিকায় জীবনবন্ধন। শাণিত ছুরিকা দিয়া সুন্দর গ্রীবায়, ছিন্ন স্বর্ণলতা অহা ! হইল পতন । নি:স্বত শোণিতস্রোত, পড়িয়া শিখায়, গৃহদীপ, প্রাণদীপ নিবিল তখন। বিধবা কামিনী। কলিকাতা—১৮৬৪ }

  • আসিয়াছি দেশান্তরে ছাড়িয়া তোমায়, তথাপিও পুড়িতেছে এ পোড়া পরাণ । কঁদিছে নয়ন, কিন্তু নয়নধারায় মনের অনল মম হয় না নিৰ্ব্বাণ ।

रे তুলিব না এ কমল ছিল যদি মনে, প্রেমসরোবরে কেন দিলাম সাতার ? কেন সহি এত জলা বিরহদংশনে ? কেন ছিড়িলাম আহা ! মৃণাল তাহার ?