এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
&&. মবীনচন্দ্রের গ্রন্থাবলী। २७ এখনও বোধ হয় শুনি এ শ্রবণে, সজতসম্ভবা ধ্বনি, অমৃত সমান, কহিছে করুণ স্বরে, গলিত বচনে,--- “হে নির্দয় এতই কি হৃদয় পাষাণ ।” 發 নহি আমি অভাগ্নিনি । নির্দয়হৃদয় । পাষাণহৃদয় যদি জেনেছ আমায়, গলিয়াছে সে হৃদয়, দেখ এ সময়, তব মূৰ্ত্তি রহিয়াছে অঙ্কিত তথায় । ミ4 - ট্রবিয়া পাষাণ দেখ, নয়নের পথে, ঝরিতেছে অনিবার যুগল ধারায় , জলে যদি তব জাল নিবে কোন মতে, এস তবে, বি প্রাণ বাঁচাতে তোমায়। وا، چ নিরাশ্রয় অবলার জীবনের তরী, পড়ে দেশাচার ঝড়ে নিরাশা-সাগরে, বিনা কর্ণধার আহা ! বাচিবে কি করি, নিশ্চয় জুবিবে পূর্ণ-যৌবনের ভরে। - २१ ইচ্ছা হয় এই দণ্ডে ঝাঁপ দিতে জলে, বাচাইতে প্রাণপণে করিয়া যতন ; কিন্তু মিথ্যা এই বড়ে পড়িলে অতলে, কৰ্য্যসিদ্ধা না হইবে, বাইবে জীবন ।