পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমস্তা । سبر •»$ শিলাকক্ষে,—একি দৃপ্ত চিত্ত-বিদারক । এক পাশ্বে শিলাসনে একটী রমণী, শায়িত—মূচ্ছি তা ! মরি । ফুলরাশি যেন বনদেবী পুষ্পপাত্রে রহেছে পড়িয়া । ক্ষুদ্র এক মেঘপগু, সহ সৌদামিনী, পড়িয়া ভূতলে, যেন পতনে মূচ্ছিত । নিৰ্মীলিত নেত্রদ্বয় । মুখশ্ৰী সুন্দর মলিন ; স্তিমিত কাস্তি ; করুণা-প্লাবিত । আচঞ্চল ক্রযুগল দীর্ঘ স্বৰঙ্কিম, তুলিতে এ কেছে যেন চারু চিত্তকর,— স্থূলমধা, প্রান্তদ্বয় সূক্ষ-রেখাঙ্কিত । কোমল-কনক-কান্তি কপোলযুগলে বিশ্রামিছে নয়নের কৃষ্ণ রোমাবলি, স্বভার-অঞ্জন যেন, মরি কি সুন্দর { উরস-খলিত চারু কোধিকবসন কঁাপিতেছে সমীরণে দেখায়ে ঈষদে, নবীন-যৌবন-শোভা, রূপের সাগরে । মানব-দুর্লভ রূপ যেন শিল্পকর কক্ষ শিলাধার হতে তুলেছে কাটিয়া, অমানুষী শিক্ষা বলে ; রেখেছে মাখিয়া, তরল বিড়াতে কিবা স্বর্ণ মলম্বায়। কিন্তু যে অচিন্তা ভাব দর্শক হৃদয়ে হয় বিভাসিত রূপে,—দেখিতেছ যেন অনন্ত স্বর্গের শোভা সম্মুখে তোমার, উন্মেষিত,-কায় তব ভীপিত হৃদয় শারদ-জ্যোৎস্না-মাত হইতেছে যেন ।