পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ున8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী। স্বামী চলিলা পশ্চাতে, বিদইয়া সখী ; পশিলা যোগিনী সহ দেবীর মন্দিরে নিৰ্ম্মিত মন্দির শ্বেত মৰ্ম্মর প্রস্তরে,— সুশীতল, সমুজ্জল । শ্বেত স্তম্ভ সারি খচিত বিচিত্র ফলে, পুষ্পে, লতিকায়— সঞ্জীব স্বভাব শোভা ! ধরিয়াছে ન્દ્રિ - সুবিস্তৃত, স্থচিত্রিত, অৰ্দ্ধচন্দ্র সারি,— ক্রমে উদ্ধ, উদ্ধতর । বিরাজিত শিরে পঞ্চ-স্বর্ণ-কুম্ভ-চুড় গুম্বেজ মুন্দর । মন্দির প্রাচীরে শিল্পে অপূৰ্ব্ব কৌশলে, অধিষ্ঠাত্রী ঈশ্বরীর কীৰ্ত্তি-ইতিহাস রহুেছে লিখিত। কোথা দশভূজা-মূৰ্ত্তি বধিতে মহিষাস্বরে সজ্জিত সমরে । কোথাও বা চওমুও বধিছে চণ্ডিকা— রণোন্মত্তা উগ্ৰচণ্ডা ! কোথাও আবার নাচে মহামেঘপ্রভা, ভীমা, দিগম্বরী শোণিত-প্রবাহে, শুম্ভ-নিশুম্ভ-নিধনে খড়্গহস্ত মুক্তকেশী । রক্তবীজ কোথা বধিয়া সমরে, মত্তা দানব-দলনী । ষে মূৰ্ত্তিতে মহামায়া শারদ উৎসবে বিরাজেন বঙ্গলম্বে, স্থাপিত মন্দিরে জননীর সেই মূৰ্ত্তি,—জিদিৰ-সুন্দর । অপূৰ্ব্ব প্রতিমা খানি, নয়ন-রঞ্জন । নাহি সাধ্য ময় শিল্পী করিবে নিৰ্ম্মণ •হেন অপার্থিব শোভা ! শোভে মধ্যস্থলে জটাজুট সমাযুক্ত। চারু ত্ৰিনয়নী,