পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী। ዓ >

  • অৰ্পিবেন এইবার শ্বেত বরাননে ;

সৰ্ব্বোপরে তাহে দেখ শোভে নিরমল, মা ! তোমার প্রিয়তম “প্রস্থন যুগল” । * ఏ చి যেমতি অদৃশু লক্ষ্য বিধি পৰ্থ বীর, লভিয়া দ্রৌপদী সতী, আনন্দেতে মহামতি, ভেটিলেন পঞ্চমজন চরণ কুন্তীর ,* তেমতি কুমারত্ৰয় লক্ষ্য সিদ্ধি করি, আসিছেন সঙ্গে লয়ে কীৰ্ত্তি সহচরী। S > এণ্ড দাদা !—ম ! তোমার প্রাণের "অখিল* আসিছেন দেখ চেয়ে, উন্নতির ধ্বজ লয়ে, •যশের সৌরভ তার বহিছে অনিল । কোলে তুলে লও তব গ্রাণের কুমার, যোড়করে মাগ মাত কল্যাণ তঁহর । పిచి - ভগীরথ ভাগীরথী এনে ধরতিলে, উদ্ধারিল পিতৃগণে জাহ্নবীর পরশনে, তেমতি এ পুত্রে তৰ তনয়বৎসলে ! বিষ্ঠার বিমল-স্রোত এনেছেন যবে, অজ্ঞান-পঙ্কিল দেহ তব নাহি রবে । 33 জান না কি অয়ি মাতঃ ! তব এ কুমার সাহসে করিয়া ভর, লঙ্ঘি বঙ্গ-রত্নাকর,

  • জীযুত অখিলচন্দ্র সেন চট্টগ্রামের প্রথম এম, এ, বি, এল,এবং গদ্বন্ধু দত্ত আর চন্দ্রকুমার রায় ১৮৬৮ সনের বি, এ, পরীক্ষাতে থম ও দ্বিতীয় হইয়াছিলেন।