পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশজঞ্জিনী । Фse > ジ ওই শুন । অতিক্ৰমি বঙ্গ পারাবার, তাহীদের যশোধ্বনি, আসিছে গো মা জননি । শুনিয়া পবিত্র হবে শ্রবণ তোমার । *অনন্ত সাগর গায় তাহদের জয়, কিবা গিরি, কি গহ্বর, প্রতিধ্বনিময় । ఫిసె 纖 এস এস ভ্রাতৃগণ ! প্রসারিয়া কর, তোদেরছেঃখিনী মায়, রয়েছে চাতক প্রায়, তোদেৰ করিয়া কোলে জুড়াতে অস্তর । শৈশব সুহৃদ আমি, করহ গ্রহণ অভাঃার প্রীতিপূর্ণ স্নেহসম্ভাষণ ।

  • ● ভ্রাতৃগণ ! আজি অতি সুখের সময় ! মলে বড় সাধ আছে, বসি তোমাদের কাছে,

• গুটি কত মনকথা খুলিয়া হৃদয়, শুনাইব, রেখে মনে যদি মনে লয়,— বিমলআনন্দ-রসে ভিজিছে হৃদয় । কথা এই— ঈশ্বরের কৃপাবলে সহোদরগণ ! পূরিয়াছে মনোরথ, পরিষ্কার আশাপথ জ্ঞানের আলোকে পূর্ণ মনের নয়ন, এ সময়ে এক বার কর নিরীক্ষণ, জন্মভূমি দুঃখিনীর অবস্থা কেমন । ○ 。