পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । । Գ83, জান কি বীরেন্দ্র ভূমি, পূৰ্ব্ব রাজ্য তব, ছিল সে সুন্দরবনে বলেশ্বর তীরে ? এখনো ভীষণ দুর্গ, ভীম অট্টালিকা— অতীত-গৌরব সাক্ষী—আছে দাড়াইয়া। তোমার স্বৰ্গীয় পূর্ব-পুরুষের নাম, এখনো কাননে আছে পুণ্য-শ্লোক মত । বীরপণ, গুণপণ, কত কীৰ্ত্তিরাশি, কাননের অঙ্কে মঙ্কে আছে বিরাজিত, বলেশ্বর তীরে, কালী মহা-বলেশ্বরী স্থাপিল। যে দিন তব বীর পিতামহ, শুনিয়াছি বৃদ্ধ মুখে, হ’ল সেই দিন বিনা মেঘে বজ্রাঘাত ; মহা কোলাহলে • ডাকিল দিবসে শিবা ; রক্ত বরিষণ হ’ল রাঞ্জে ; মহামারী দিল দরশন । কালের করলে ছায়, সেই নি হতে ছাইল রাজ্যের শির। মহামারী গ্রাসে, ততোধিক ভয়ঙ্কর পর্তুগীস ত্রাসে, আজি সেই ছায়াতলে নিবিড় কানন।” "বুঝিলাম কেন বক্ষ কঁাপিত আমার, দেখিতে সে ভগ্ন-শেষ অট্রলিকা পানে । বুঝিলাম এত দিনে-কেন অজনিত সেই বিষাদের ছায়, কোমলতাময়, ছাইড় হৃদয়াকাশ ; আকুলিত প্ৰাণ, রহিমু রহিয়া কেন উঠিত কঁাদিয়া, গৌরব-সমাধি ঘুর্গ করি দরশন ?” ক্ষণেক নীরবে রছি কহিতে লাগিল,