অবকাশরঞ্জিনী Hవ কাঁদিতেছে একাকিনী পতির বিহনে ? কেমনে মলিন লেশে রন্ধনশালায়, নিশ্বাসে অনলতাপ দ্বিগুণ বাড়ায় ? বিরহ-উত্তপ্ত অশ্র ঝরি অনিবার, • শুকায়েছে বুঝি যুগ্ম কপোল তাহার ? নিরাশা-ভুজঙ্গ তার পশিয়া অন্তরে, • পাইছে হৃদয় বালী বাতুি কি করে? অ ধার অলয়ে বসি দীন হীন৷ বেশে, সেও কি আমার মত কাদে নিশিশেষে ? যে একটি তারা ছিল হৃদয়-আকাশে, বিপদে আচ্ছন্ন দেখি মরিছে হতাশে । সহজে অবলাজাতি কোমলহৃদয়, এত জ্বালা, কিসে বালা, অনিবার সয় ? এত নিদারুণ কিহে বিধাতার মন ? কোমল কলিকা করে আনলে দাহন ? অয়ি স্মৃতি । আর কেন ? মুদ্র দু নয়ন, ন্সদৱ ! এখানে তুমি হও বিদারণ । অ}র কেন— জীবনের সব সাধ ঘুচেছে আমার, কালি যেন নাহি দেখি দিবস আবার । আকাঙ্ক্ষা । কোমল প্রণয়-বৃন্তে, কুসুম-যৌবনে, ফুটিয়াছে যেই ফুল সাধ ছিল মনে, ' নিরথিয়া জুড়াইব ভূষিত নয়ন,— দেখিয়াছি, কিন্তু আশা হলো না পুত্রণ।
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।