পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সমেঘ পশ্চিমাকাশ রয়েছে চাহিয়া । উড়িতেছে ঝড়বেগে মুক্ত কেশরাশি,— এ কি মূৰ্ত্তি ! মুহূৰ্ত্তেক হইনু অচল । পার্থ প্রকৃতির এই মহা উপাসনা ভাঙ্গিতে আমার নাহি সরিল বচন মুহূৰ্ত্তেক । মুহূৰ্ত্তেক পরে ডাকিলাম— ‘স্বভদ্রে । চমকি ভদ্রা কহিল হাসিয়া— দেখ, দাদা, শুই উচ্চ পৰ্ব্বতশেখরে কেমন নিবিড় মেঘে খেলিছে, কেমন অনল ভুজঙ্গ মত বিজলি মুন্দর ” গৌরবে ভরিল বুক ; চুম্বিয়া অাদরে, ধ্যান ভঙ্গ করি তারে আনিলাম গৃহে । আপনি আদরে তারে পড়ায়েছি ਾਂ $

  • শিশয়েছি অস্ত্রবিদ্য, সঙ্গীত শুন্দর ।

কিন্তু কি যে উদাসীন হৃদয়ে তাহার. বুঝিতে না পারি । ভদ্রা বাজাইছে বীণা,অলিপি রাগিণী বীণ হইল নীরব, রহিল বসিয়া ভদ্রা শূন্ত নিরগিয়া,— শেষ তানে আত্মহারা চিত্রিতার মত । ংসারের স্বর্থ ছায়া, কুটিলতা দাগ , নাহি পায় স্থান পার্থ তাহার হৃদয়ে,— নিৰ্ম্মল সরল সেই দয়ার সাগরে । চির উদাসিনী ভদ্র ; দরিদ্র দেখিলে খুলে দেবে আপনার অঙ্গের ভূষণ গোপনেতে বড় সাধ আশ্রম দর্শন ; আসিলে জাপ্রমে, ক’রে যায়, সৰ্ব্ব অঙ্গ