bro o নবীনচন্দ্রের গ্রন্থাবলী । নাহি জানি কি কৌশলে বিধি বিচক্ষণ, নয়ন ভরিয়া যত করি নিরীক্ষণ, ইচ্ছা হয় আর বার করি দরশন । কিন্তু মিছে আশী হায় । সরলে তোমার, ' দেখ্রিব কি প্রেমফুল্ল বদন আবার ? আবার কি আশামন্ত नग्रन যুগল, নিরখিবে প্রিয়ে ! তব নেত্রনীলোৎপল ? অভাগার ক্রোড়ে গগু করিয়া স্থাপন, • ন্মিতিবিকসিত নেত্ৰে করি নিরীক্ষণু, প্রেমবিগলিত স্বরে বলিবে কি আর, মধুমাখা কথাগুলি শ্রবণে আমার ? . বীণা-বিনিন্দিত ধ্বনি করিয়া শ্রবণ, নিবিবে কি দুঃথানল, জুড়াবে জীবন ? এই রূপ কত আশা নক্ষত্র যেমন, ফুটিবে নিশীথে হবে দিবসে নিধন । সে সকল সুখ আহা ! কপালে আমার, ফলিবে না এ জন্মে ; তবে কেন আর, চিত্র করি এই চিত্র, ভাসি অশ্রুজলে, মরিয়া মনের দুঃথে বসিয়া বিরলে ? কেন স্বতি-পথে তব, প্রণয়-তুলিতে, চিত্র করি তারে, ষারে দেখে আচম্বিতে ভুলিয়াছ এত দিনে ; বল না কেমন, তুমি কিলো ভাগারে ভুলনি এখন ? মম দীন হীন মূৰ্ত্তি ভাসে কিলো আর তব চিত্ত-সরোবরে, বল এক বার ?
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।