অবকাশরঞ্জিনী । bلا م স্বপের সাগরে প্রিয়ে ! ডবিয়া কখন দেখ কি হে বিদেশীয় বন্ধু একজন ! দেখু কি না দেখ, কিন্তু আমি অনিবার, নিরপি সরলে ! তব মোহিনী আকার ।
- মানস-সরসে মম দিতেছে সাতার ।
কোমল কাঞ্চনকান্তি, রূপের কিরণ, • হাসিছে আলোকি মম হৃদয়-গগন । মুকুতার হারে গাথা অধর যুগল, শুকদর গোলাপি রসে করে টলমল । মধুর স্করল হাসি সতত তথায় বিরাজিছে যেন স্থির বিজলীর প্রায় । এখনও দেগি যেন ধরিয়া গলায়, প্রেমভরে কত কথা কহিছ আমায় ! দুলিছে সৌন্দৰ্য্য তব, স্থতির গলায়, দোলে যথা নব লতা সহকার গায় । কিন্তু আহা ! সে সকল করিয়া স্মরণ, নিস্তেজ অনল কেন কলি উদ্দীপন ? এক দিনতরে মাত্র দেখিয়াছি যারে, খুলিয়া হৃদয়দ্বার, কি ফল তাহারে, শুনাইয়া অভাগার মনের বেদন ? সে আমার দুঃখে দুঃখী হবে কি কখন ? যাই প্রিয়ে । যত দিন থাকিবে জীবন, প্রণয়-কমলাসনে করিয়া স্থাপন, রাগিব তোমারে সখি ! হৃদয়ে আমার ;– দুঃখী আমি, আর কিবা দিব পুরস্কার ?