এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নবীনচন্দ্রের এস্থাবলী । প্রেম-বিকশিত নেত্রে দেখেছ যখন, হৃদয় তখন আমি করেছি অৰ্পণ । মন প্রাণ অভাগার করিয়া হরণ : সুখে থাক বিধুমুখি ! বিদায় এখন । তুলিয়া কমল মুখ দেখ, এক বার, মনে রেখে দুঃখী বলে বিদায় আবার 1 · {}
- satistins
প্রতি-উপহার | ( কোন বন্ধুর বিবাহ উপলক্ষে । ) { সংসার সংসার নহে মরুভূমি প্রায়ু; যতদিন প্রেমে তার শোভা না বাড়ায় ' এত দিন এ অরণ্যে করিয়া ভ্রমণ, , স্থানে স্থানে মরীচিকা করি দর্শন, বেড়ে ছিল তৃষ্ণ তব—মুগের কারণ— জুড়াও, পুেয়েছ এবে অমৃত-সদন। বিরহ-অর্ণধার-নিশি ঘুচিল এগন, প্রেমপূর্ণ শশধর কর দরশন। প্রণয়-কৌমুদীময় হলে চরাচর, সকল প্রকৃতি তুমি দেখিবে সুন্দর। মরুভূমি বলে আর হইবে না জ্ঞান দুঃখের অনলে নাহি দহিবে পরাণ ; আর না বলিবে কভু দুঃখের আধার মুখের মানবজন্ম, মুখের সংসার । সকলি প্রতীত হবে নুতন নুতন অস্তরে বাহিরে হবে মুধা বরিষণ •