অথকাশরঞ্জিনী। থো ছিল মরুভূমি হবে সরোবর ফুটিবে কমল তাহে যুটিবে ভ্রমর । গুণগুণ স্বরে অলি বলিবে তখন, সকল সুখের মূল প্রণয়-রতন । বরহ-নিদাঘে আগে দহিত জীবন, প্রণয়-বসন্ত এবে দেখিবে কেমন । শুষ্ক তরুগণ হয়ে নবপল্পৰিত, সুন্দর শু মল রূপে মোইতেছে চিত । গাইতেছে প্রতিডালে মধু-সহচর, কৈবল প্রণয়-গীত দ্রবিয়া অস্তর । তব শুষ্ক আশীলত, দেখিবে অস্তরে 'ছলিছে মলয়ানিলে, কুসুমের ভরে । আহা ! এই চারু ছবি করি দরশন, বলিবে কি এ সংসার দুঃখের সদন ? প্রাণনাথ ! বলি তব হৃদয়ে যখন, রাখিবেন প্রণয়িনী সুচন্দ্র-অনন ; নয়নে নয়নে যবে রহিবে চাহিয়া ; হানিবে কটাক্ষে যবে হাসিয়া হাসিয়া ; ক্ষণেকে আবেশে নেত্র মুদিয়া যখন, বিতরিবে প্রণয়ের প্রথম চুম্বন ; খুলিবে হৃদয়-দ্বার, স্বর্গের অর্গল, প্রেমভরে হবে তব অন্তর অচল । তখন হৃদয়ে রাখি হৃদয়ের ধন, বুলিবে কি এ সংসার দুঃখের ভবন ? • সুখের জনম তব, মুখের জীবন, লভিয়াছ নিরুপম রমণী রতন ।
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।