পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । বিরহ ক্ষপিত প্রাণে . কি ষে শীতলতা আনে । সুকোমল সৌরভেতে মন প্রাণ মোহিয়া ! প্রেমের মিলন-মুগ মালতী কুসুমে রে ।

  • e \o

প্রসের সুপাশ ব্রতী এই স্বৰ্য্যমুখী রে , । কোথায় গগনে রবি, প্রচগু অনল ছবি, কথা গন্ধহীন ফুল ধর তলে ফুটিয়া ! fক রাশ স্বদে বহে । অনিমিষনেত্রে রহে, স্বায়ু শুকাইয়া সেই বুধি পানে চাহিয়া, প্রেমের রাশা ছবি গুষ্ট সুর্যমুখী রে ।

  • , প্রেমের লিধর শেষ ওই শেফালিকা রে ।

অধীরে অধীরে ফুটে, মাধারে ভূতলে লুঠে কাদি সারা নিশি, পডি অশ্রুভারে ঝরিয়া । মাটিতে রাখিয়া বুক, জুড়ায় মনের ছখ, আপন সৌরভে থাকে আপনিই মরিয়া ; গ্রেমের বিধবা হায় । ওই শেফালিকা রে । পশ্চt২ হইতে কে আসি অজ্ঞাতে, নয়ন চাপিয়া ধরি, ।