নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বঁধে রব দুই জন অন্তরে অন্তরে । আর কেন ? যবনিকা এখানে পতন, সংসারের সুখসাধে দিল্লু বিসর্জন । যে গুপ্ত অনল জলে অন্তরে এখন, জলুক জলুক দিব আহুতি জীবন । যা আছে কপালে এবে ঘটুক আমার, তোমাকে'এ পাপ তাপে দহিবে না আর । আমার দুঃপের স্রোত্ত করি বিমোচন, ভাসাব না তব শাস্ত সুখের সদন । বরঞ্চ সুখের আশা, দুঃখের জীবন, একেবারে এই স্রোতে দিব বিসৰ্জ্জন । আর কেন ? এলে সন্ধ্যা ফুটিলে বাধুলি, চাহিবে না মুগ্ধ মন সুখ আশে ভুলি । নহ দোষী, নহি দোষী, সাক্ষী মনমথ ; এখন বিদায় হই জনমের মত । কলম্বে না ডারলাম যাহার লাগিয়া, দেশাচার হয় তারে নিল কি কাড়িয়া । ছিড়িল বন্ধন যদি পড়িব এখন, যথা নদীজলে উপকূলের পতন। নিরাশ-ভুজঙ্গ এবে করুক দংশন, সহিব অনন্ত জ্বালা যাবত জীবন। তবু তুমি মুখে আছ করিলে শ্রবণ, শব দেহে সব সবে, বিদায় এখন । কল্পনা-বিমল-জলে, প্রতিবিম্বে প্রতিপলে, যেই তারা দেখিতাম হায় !
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।