পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিমী । বিস্থতির অন্ধকারে, কেমনে লুকাই তারে, অনুতাপ সহন না যায়। নিরাশার কাল ছুরি হানিলাম বুকে, যায় যায় যাক প্রাণ কাজ কি এ দুখে । হুতাশ । 剿

অকস্মাৎ কেন আজি জলধর-প্রায়, বিষাদে ঢাকিল মম হৃদয়-গগন ? ইকবল মানসতরী, ছিল আশা ভর করি, . চিন্তার সাগরে কেন হইল মগন ? দুঃখের অনলে বুঝি আবার জালায় । & কেন কাদে মন আহা ! কে দিবে বলিয়া ? কে জানে এ অভাগার মনের বেদন ? অস্তরে আছেন যিনি, কেবল জানেন তিনি, যে অনলে এ হৃদয় করিছে দাহন, কেমনে বাচিবে প্রাণ এ তাপ সহিয়া ? \$) কেন কদে মন আহা ! ভাবি মনে মনে, অমনি মুদিয়া অভ্যাথি নিরধি হৃদয়, fচস্তার অনল তায়, জলিতেছে চিন্তা প্রায়, দীনতা পবনবেগে প্রবাহিত হয়, দ্বিগুণ আগুণ জলে বঁচিব কেমনে ? ۹ موا