পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سواني اسb নবীনচন্দ্রের গ্রন্থাবলী । প্রীতির উচ্ছ্বাসে পূর্ণ হইল হৃদয়, প্রীত্তিভরে নারায়ণে পূজিয়া আবার বসত্তের ফলে পুষ্পে, পলাশে মন্দারে, করিলাম প্রতিষ্ঠিত বসন্ত-উৎসব ! কিশোর কিশোরী, ফুল্ল যুবক যুৱতী, প্রৌঢ় প্রৌঢ়া, সাজি সবে বাসস্তী বসনে আনন্দ উৎসবে পূর্ণ করিল কানন" ফাস্তুনের ফর সব দেখেছ ফান্তনী,— কি আর কহিব আমি । আবির, কুস্কুম, আবরিয়া বৃন্দাবন, ছাইল গগন, সায়াহ্নে সিন্দুরমাখা মেঘমালা মত ; ভাসিল কালিনীবক্ষে ; বহিল সমীরে ; ছুটিল অসংখ্য জলধন্থ * প্রশ্রবণে । জলে, স্থলে, দলে দলে, রহি রহিয়া হইতেছে মহারণ এক দিকে নারী, অন্ত দিকে নর। এক দিকে ফুল্ল কমল আনন, আলুলায়িত কুস্তল, উন্নত উরস, ভূজ কনক মৃণাল রঞ্জিত কুঙ্ক মরাগে ; রণ-রঙ্গিণীর প্রেমে, অমুরাগে, ছল ছল ছনয়ন । অন্য দিকে সেইরূপে রঞ্জিত কুঙ্ক মে শোক্তিতেছে স্বৰ্য্যপ্রভ বদনমণ্ডল, প্রশস্ত উরস, ভূজ তালবৃক্ষ সম । এক দিকে কোমলতা ; বীর্য অন্যতরে । • পিচ কারি।