পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য جا سيا জর । বরেছিমু ? “বরে ছিলে ? সেকি কথা ? কি কহিলে ?— সহচরী ছাড়ি কেশভার দাড়া’য়ে বিস্ময়ান্বিতা, চাহি কেশ-মেঘাবৃতা 拳 জরংবারু পানে, আরবার জিজ্ঞাসিল “বুরেছিলে । কাহারে, কোথায় দিলে প্রেম, প্রাণ, এ ভব যৌবন । কিবা হ’লে পরিণাম ? পূরেছে কি মনস্কাম ? কেনই বা করিলে গোপন ?” জর । কারে? শিবতুল্য শূরে । কোথায় ?—পাতালপুরে । কোন মতে ?--পতঙ্গ যেমন প্ৰজলিত বৈশ্বানরে, আনন্দে উড়িয়া পড়ে ? 轉 পরিাম –ভন্মও তেমন । সখী ! কি কথা রাজকুমারী,—কিছু না বুঝিতে পারি, ' প্ৰহেলিকা ছাড় ধরি, পায় । একি কথা অসম্ভব, আমি চির দাসী তব, আমাকেও লুকাইলে হায় | ঈষৎ ঈষৎ হাসি, , উঠিল অধরে ভাসি, স্থির নেত্ৰ ভ সিল কোণায়। চাহি বাপীজল পানে, সেরূপ বসিয়া ধ্যানে, জরুৎকারু কিবা শোভা পায় । জর । প্রেম, সঙ্গী, লুকান কি যায় ! প্রেমের তরঙ্গ ভঙ্গ, উনমত্ত লীলারঙ্গ, লুকাইতে পারে যেই জন । লুকাইলে, দেখিবারে যেই জন নাহি পারে ; উভয় লে কাষ্ঠের স্বজন।