পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য tyy(t আসি কি না আসি আর, ডুবি, ভাসি, অনিবার হৃদয়েতে বুহিবে অঙ্কিত তব স্নেহমাখা মুখ, তব স্নেহপূর্ণ বুক, তব মূৰ্ত্তি স্নেহেতে স্বজিত । চিস্তা, শ্রাস্তি, অবসরে, অবসন্ন কলেবরে, করিতাম যবে দরশন ; কি যে স্বৰ্গ মুশীতল, প্রীতিপূর্ণ নিরমল,— চলিলাম, বিদায় এখন ।” *বিদায় ;”-জোয়ার-জল, ধরিল ভীষণ বল, পড়িলাম ঢুলিয়া চরণে,— “বিদায় । হৃদয়নাথ, দাসীরে এ বজ্রাঘাত, করিও না অকরুণ মনে ! এই বালিকার প্রাণ চারিটি বছর দান করিয়াছি চরণে তোমার ; না পারি সহিতে আর পরস্ব প্রাণের ভীর, পাদপদ্মে লও উপহার" তোমার অযোগ্য। আমি জানি আমি, আরো জানি নাহি যোগ্য। রমণী তোমার । এত রূপ গুণ কভু । যোগ্যতা করিতে, প্রভু, রমণীতে সাধ্য আছে কার ? দাসী তব পদাশ্রিত ; নিৰ্গন্ধা অপরাজিত, দেবগণ করেন গ্রহণ ! তেমতি এ দীন ফুলে, স্থান দিয়ে পদমূলে চরিতার্থ কর এ জীবন।” শিহরিল কলেবর ; দাড়াইয়া প্ৰাণেশ্বর, প্রেমভরে তুলিয়া আমায়,