পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । t*S ) জ্বলিতেছে বিমলিন জোনাকির মত পত্রে পুষ্পে দীপমালা। শোভিতেছে ক্ষে বনে চার উপবন, চারু উপবনে 窄 চারুতর উপবন সজীব সুন্দর । ৰহিছে আনন্দধবনি ঋষ্টিকার মত,— নৃত্য, গীত, বহু কণ্ঠ, বহু যন্ত্রধ্বনি । সৰ্ব্বশেষ সে জোৎস্না, তরল নিৰ্ম্মল, হৃদয়েতে কি জ্যোৎস্না করিছে সঞ্চর । অৰ্জুনের আবাসের কক্ষ-বাতায়নে, দাড়াইয়া জুতা শৈল-বিষাদ-মৃরতি । বাম ক্ষুদ্র ভুজ কাষ্ঠে, ক্ষুদ্র কায়, মুখ,— কিবা ক্ষুদ্র মনোহর | কর অন্ততর স্থাপুিত অসাধনেপুটের উপর । অনিমেষ নেত্রে পূর্ণ স্বধাংশুর পনে রহেছে চাষ্টিয়া-দৃষ্টি স্তি , সুকোমল, সচিন্তু বিঘা মাখা । উৎসব ঝটিকা তোলে নাই হৃদয়ের ক্ষুদ্র সরোবরে একটি হিল্লোল ক্ষুদ্র ; পড়ে নাহি তাহে, একটি ও ক্ষুদ্র রেখা মুখ চন্ত্রিকার । এক দ গু, দুই দও, ক্রমে দগু চারি বহিল শৰ্ব্বরী-স্রেতে,— দরিদ্র বলক সেই ভাবে সেই খানে আছে দাড়াইয়া । দ্বিতীয় প্রহর ক্রমে ; নিবিল ক্রমশঃ উৎসবের কোলাহল ; রৈবতক ক্রমে সেই ফল জোৎস্নায় হইল নিদ্রিত,— বালক দাড়ায়ে স্থির প্রতিমার মত