পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৰীমচন্দ্রের গ্রন্থাবলী । & مع. } অণর স্বজলোচনা কহিল ন কথা, রহিল চাহিয়া সরসী পানে । কি যেন হৃদয়ে খুলিল অনুক্ত কি অমৃত যেন বাজিল কৰ্ণণে । "ভাগ্যবতী অংমি”,—ভাবিল হৃ হয়— - ভাগ্যবর্তী অামি ইহঁণর দাসী । কিবা মহা তীর্থ চরণ ইহঁীর, হৃদয় ত নয়,—-অমৃতরাশি * উঠিয়া বসিল বিহঙ্গশৰক, আনন্দে ভদ্রার ভরিল প্রাণ । হৃদয়ে লইয়া কত কি কহিয়া, কতই করিলা চুম্বন দান 1 - cযতে পারে পাখী, নাহি ছাড়ে তবু ' করুণাময়ীর মেহের ক্রোড় । দেখে স্থলোচনা সজল নয়নে, আনন্দের তার নাহিক ওর । কর বাড়াইয়া কহিলা স্বভদ্রা— -ষীকে বাছ ষ ও অfপন নীতে । কঁদিতেছে কত জননী রে তোর, ষারে বাছা তার বুকেতে ফিরে - উড়িল পাঙ্গীটি, ভদ্র স্থলোচনা রছিল। চাহিয় তাহারি পfনে । ক্ষুদ্র পার্থী ক্রমে অনঙ্কের সনে মিশাইল, ভদ্রণ রহিল ধ্যানে ।