পাতা:নাবিক-বধূ.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দশম পরিচ্ছেদ
১১১

 ডড্‌লে মিস্ এরস্‌কাইনের কেবিনের দিকে অগ্রসর হইয়া তাঁহার আগমনের প্রতীক্ষা করিতে লাগিলেন, কিন্তু তিনি আসিলেন না। এই ভাবে পাঁচ সাত মিনিট চলিয়া গেল। তখন ডড্‌লে অত্যন্ত উৎকণ্ঠিত ভাবে বলিলেন, “তাঁহার এত বিলম্ব হইতেছে কেন? ব্যাপার কি। তবে কি আমার সকল চেষ্টা বিফল হইল? আমাকে এখানে হঠাৎ কেহ দেখিতে পাইলেই ত সর্ব্বনাশ।”

 ক্রমে তাঁহার উৎকণ্ঠা অসহ্য হইয়া উঠিল।—আরও কয়েক মিনিট পরে মিস্ এরস্‌কাইনের কেবিনের দ্বার খুলিয়া কে নিঃশব্দ পদসঞ্চারে তাঁর দিকে অগ্রসর হইল।

 ডড্‌লে তাঁহাকে দেখিয়া রুদ্ধশ্বাসে বলিয়া উঠিলেন, “পরমেশ্বর, ধন্য তুমি। ঐ বুঝি মিস্ এরস কাইন আসিতেছেন।”—ডড্‌লে তাড়াতাডি কয়েক পদ অগ্রসর হইয়া মিস্ এরস কাইনকে লইতে আসিলেন।

 আগন্তুক দ্রুতপদে তাঁহার দিকে আসিতে আসিতে ঠিক সেই মুহূর্ত্তে অন্ধকারে হুম্‌ড়ি খাইয়া পডিল, ও অস্ফুট স্বরে আর্তনাদ করিয়া উঠিল।

 ডড্‌লে সেই স্বর শুনিয়া ভীত ভাবে বলিয়া উঠিলেন, “কি সর্ব্বনাশ, এ যে দেখিতেছি ডাক্তার ল্যাম্পিয়ন। তবে ত হতভাগাটা সবই টের পাইয়াছে। -আর বুঝি রক্ষা নাই।”

 ডড্‌লের ইচ্ছা হইল তখনই দৌড়াইয়া গিয়া ল্যাম্পিয়নকে আক্রমণ পূর্ব্বক তাহার কণ্ঠরোধ করেন, কিন্তু তিনি এই ইচ্ছা কার্য্যে পরিণত করিবার পূর্ব্বেই পাচক আসিয়া তাঁহাকে ধরিয়া ফেলিল, এবং স্থির ভাবে দাঁড়াইয়া থাকিতে ইঙ্গিত করিল। অগত্যা তিনি রুদ্ধ নিশ্বাসে পাচকের পাশে দাঁড়াইয়া রহিলেন, অল্পক্ষণ পরে দেখিলেন, ল্যাম্পিয়ন বহু কষ্টে উঠিয়া টলিতে-টলিতে ও পড়িতে-পডিতে তাহার কেবিনে প্রবেশ করিল।—সে-যে রাত্রি বারটা পর্য্যন্ত মিস্ এরস কাইনের শয়নকক্ষে বসিয়াছিল, ডড লে তাহা জানিতেন না। তিনি অস্ফুটস্বরে পাচককে বলিলেন, “লোকটা তয়ানক মাতাল হইয়াছে—এখন আমরা কি করি?