পাতা:নাবিক-বধূ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১২
নাবিক-বধূ

 পাচক বলিল, “আরও মিনিট কয়েক এইখানেই দাঁড়াইয়া থাকি, দেখি ব্যাপারটা কতদূর গড়ায়।— আমার বোধ হয় উহার ভয়েই মিস্ বাহিরে আসিতে বিলম্ব করিতেছিলেন।”

 ক্রমে দশ মিনিট চলিয়া গেল। কোনও দিকে কোন শব্দ নাই, মিস্ এরস্‌সকাইনেরও দেখা নাই। ডড্‌লে ছটফট করিতে লাগিলেন। তিনি ক্ষিপ্ত প্রায় হইলেন। এমন সময় একটি রমণীমূর্ত্তিকে ধীরে-ধীরে সিঁড়ির দিকে অগ্রসর হইতে দেখা গেল। দূরস্থ মৃদু আলোকে ডড্‌লে চিনিতে পারিলেন, তিনি মিস্ এরস্‌কাইন।

 ডড্‌লে ব্যগ্রভাবে অগ্রসর হইয়া মিস এরস্‌কাইনকে বলিলেন, আপনি আসিয়াছেন? আঃ, বাঁচিলাম।”— তিনি মিসের গাত্র-বস্ত্রখানি চাহিয়া লইয়া নিজের কাঁধে ফেলিলেন।

 মিস এরস্‌কাইন কোনও কথা না বলিয়া সিঁড়ি দিয়া তাঁহাদের সহিত উপরের ডেকে উঠিলেন।—তাহার পর ডড্‌লের ইঙ্গিতে ডেকের প্রান্তস্থিত ‘রেলিং’এর উপরে উঠিয়া রেলিংএর পার্শ্বে দোদুল্যমান বোটে আরোহন করিলেন।—তাঁহার রুগ্ন দেহে এত বল আছে, ডড্‌লে ইহা মনে করিতে পারেন নাই।

 ডড্‌লে উৎফুল্ল চিত্তে বলিলেন, “এইবার আমরা বোটখানি জলে নামাইয়া দিব। আপনি ‘বাতা’ ধরিয়া বসিয়া থাকুন, ভয় পাইবেন না। বোট জলে নামিলেই আমি আপনার নিকট উপস্থিত হইব।”

 অনন্তর ডড্‌লে পাচকের সাহায্য বোটখানি ধীরে-ধীরে সমুদ্রে নামাইয়া দিলেন, কাছির শর্-শর্ শব্দ শুনিয়া ডড্‌লে বড়ই ভীত হইলেন। তাঁহার আশঙ্কা হইল, এই শব্দে জাহাজের সমস্ত লোক জাগিয়া উঠিয়া তাঁহাদের কায দেখিয়া ফেলিবে। যাহা হউক, দুই মিনিটের মধ্যেই তাঁহারা বোটখানি জলে ভাসাইয়া দিয়া অপেক্ষাকৃত নিশ্চিন্ত হইলেন।

 পাচক বলিল, “আর কোন ভয় নাই, এখন দুই মিনিটের মধ্যেই আপনি বোটে গিয়া দাখিল হইতে পারিবেন।”