পাতা:নাবিক-বধূ.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫২
নাবিক-বধু

 ডড্লে সর্দ্দারের কথা বিশ্বাস করিলেন কি না বলা যায় না, কিন্তু তিনি তাহার কথা শুনিয়া তাহাকে ধন্যবাদ জ্ঞাপন করিলেন, এবং বকশিশের কথাটা আর একবার শুনাইয়া দিলেন।

 হাবসী সর্দ্দার বলিল, “হাঁ, টাকাগুলি অল্প নহে স্বীকার করি, কিন্তু তোর যে তত টাকা দেওয়ার শক্তি আছে ইহা কিরূপে বুঝিব?—পাচশত গিনি ত আমাকে বকশিশ দিবে, কিন্তু লামু পর্য্যন্ত তোমাদের লইয়া যাইতেও অল্প টাকা খরচ হইবে না, সে টাকার কি ব্যবস্থা করিবে?”

 ডড্লে বলিলেন, “সে টাকাও আমি দিব।—আপনাকে এত টাকা দিবার শক্তি আমার আছে কি না তাহা আপনি জানিতে চান।—ইহার প্রমাণস্বরূপ আপনাকে একখানি বহুমূল্য অলঙ্কার দিতেছি।”

 ডড্লে পকেট হইতে মিস্ এরসকাইন-প্রদও হীরকখচিত ব্রেসলেট, বাহির করিয়া সর্দ্দারকে দেখাইলেন, তাহা দেখিয়া লোভে তাহার চক্ষ উজ্জল হইয়া উঠিল। ডড্লের হাত হইতে ছোঁ-মারিয়া লইয়া সে তাহা লুব্ধনেত্রে দেখিতে লাগিল। প্রভাতের সূর্যালোক হীরকখণ্ডগুলিতে প্রতিবিম্বিত হওয়ায় তাহা ঝকমক করিতেছিল।

 সর্দ্দার জিজ্ঞাসা করিল, “এটি কি জিনিস?”

 ডড্লে বলিলেন, “উহা হীরকালঙ্কার, উহার মূল্য একশত গিনির অধিক। ঐ অলঙ্কার আমি আপনাকে উপহার দিলাম—এই অলঙ্কার দেখিযাই আপনি বুঝিতে পারিতেছেন—আমরা দরিদ্র নহি, লামুতে উপস্থিত হইয়া আপনাকে অনায়াসেই পাঁচশত গিনি দিতে পারিব।


 সর্দার ব্রেসলেটখানি তাহার অঙ্গরাখার মধ্যে লুকাইয়া রাখিয়া দীর্ঘ দাড়ি নাড়িয়া বলিল, “হাঁ, এবার তোমার কথা বিশ্বাস হইয়াছে, তবে এ গহনাখানির এত অধিক মূল্য কি না সন্দেহ। যাহা হউক, আমি সুযোগ পাইলেই তোমাদিগকে লামুতে লইয়া যাইব। সেখানকার গবর্ণর আমার উপর যাহাতে খুসী থাকে—তার ব্যবস্থা করি, আর টাকাগুলি দিও। তোমাদের প্রাণরক্ষার জন্য আমাকে বিস্তর ঝঞ্ঝাট সহ্য করিতে হইবে।