পাতা:নাবিক-বধূ.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রয়োদশ পরিচ্ছেদ
১৫৩

 ডড্লে বলিলেন, “টাকা সম্বন্ধে আপনি নিশ্চিন্ত থাকুন। —এখন বলুন, কখন আমাদের যাত্রা করিবার সুবিধা হইবে।

 সর্দ্দার বলিল, “সে কথা তোমাকে এখন ঠিক বলিতে পারিতেছি না। আগে ত তোমাদের শত্রুদের ভূলাইয়া এখান হইতে বিদায় করি কাযটা বড় সহজ হইবে না।”

 সর্দ্দার তাহাদিগকে লুকাইয়া থাকিতে বলিয়া ডড্লের নিকট বিদায় লইল। সর্দ্দার তাহার অনুচরসহ প্রস্থান করিলে ডড্লে, মিস্ এরসকাইন ও পাচক ব্লেকের সহিত পরামর্শ করিতে বসিলেন।—মিস্ এরাইন বলিলেন, “লোকটার ভাবভঙ্গি দেখিয়া সন্দেহ হয়। এই লোভী নেটিভটা বিশ্বাসঘাতকতা করিবে কি না কে বলিতে পারে? আমাদের কাছে যাহা কিছু আছে—সমস্ত কাড়িয়া লইয়া আমাদিগকে শক্তহস্তে সমর্পণ করাও উহার পক্ষে অসম্ভব নহে।”

 ডড্লে বলিলেন, “ইহা যে তাহার পক্ষে অসম্ভব একথা কি করিয়া বলি? —কিন্তু অন্য কোনও উপায়ও ত দেখিতেছি না।”

 ব্লেক বলিল, “আমার মাথায় একটা ফন্দি আসিয়াছে, কিন্তু তাহা কার্য্যে পরিণত করা কতদূর সম্ভব তাহা বুঝিতে পারিতেছি না।আমরা যদি কোন উপায়ে আমাদের বোটখানি হস্তগত করিতে পারি, তাহা হইলে উহাদের অজ্ঞাতসারেই এই দ্বীপ ত্যাগ করিয়া লামুর দিকে যাত্রা করিতে পারিব।”

 ডড্লে বলিলেন, “বোটখানি পাইলে তোমার প্রস্তাবানুসারে কায করা যাইতে পারে, কিন্তু তাহা পাইব বলিয়া বোধ হয়না। সম্ভবত কাপ্তেন তাহা জাহাজে লইয়া গিয়াছে। —স্থানীয় অধিবাসীদের কোনো একখানি নৌকা সংগ্রহ করিয়া তাহাতে উঠিয়া পলায়নের চেষ্টা করা যাইতে পারে —কিন্তু তাহাও যথেষ্ট বিপজ্জনক, দৈবাৎ ধরা পড়িলে আর নিস্তার নাই।—এ অবস্থায় হাবসী সর্দারের উপর নির্ভর করাই সঙ্গত, যদি বুঝিতে পারি সে বিশ্বাসঘাতকতা করিবে—তখন যথাকর্তব্য স্থির করা যাইবে।

 মধ্যাহ্নে আহারে বসিয়া ডড্লে দেখিলেন, খাদ্যসামগ্রী যাহা, আছে—