পাতা:নাবিক-বধূ.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৪
নাবিক-বধূ

তাহাতে সেই বেলা কোনরকমে চলিতে পারে। ডড্‌লে বলিলেন, “এ বেলাটা ত চলুক, পরে হাবসী সর্দারের সহিত দেখা করিয়া তাহার নিকট কিছু খাবার চাহিয়া লইব। সন্ধ্যার পর তাহার সহিত দেখা করিব।”

 সন্ধ্যার অন্ধকারে বনভূমি সমাচ্ছন্ন হইলে, ডড়লে হাবসী সর্দ্দারের সহিত সাক্ষাৎ করিতে চলিলেন, এবার পথ চিনিয়া যাইতে তাহার তত কষ্ট হইল না।—তিনি সর্দ্দারের গৃহের অদূরে উপস্থিত হইয়া, তাহার গৃহে প্রবেশ করিবেন কি না একটি বৃক্ষের আড়ালে দাড়াইয়া তাহাই ভাবিতে লাগিলেন।—কাপ্তেন ও ল্যাম্পিয়ন সর্দারের সহিত দেখা করিবার জন্য যদি সেখানে আসিয়া থাকেতাহা হইলেই ত সর্বনাশ।—তৎক্ষণাৎ তাহাকে ধরা পড়িতে হইবে।

 হঠাৎ একজন লোক ডড্‌লের সম্মুখে আসিয়া দাঁড়াইল।—তাহাকে দেখিয়া তিনি অত্যন্ত ভীত হইলেন, এবং তৎক্ষণাৎ পিস্তলে হাত দিলেন। আগন্তুক নিম্নস্বরে বলিল, “গোল করিও না, চুপ করিয়া আমার কথা শোন।—আমি আজ অনেকবার তোমার সহিত দেখা করিবার চেষ্টা করিয়াছি, কিন্তু দেখা করিতে পারি নাই। পথে তোমাকে আসিতে দেখিয়া তোমার অনুসরণ করিয়াছিলাম। এখানে তোমার সহিত দেখা না হইলে তুমি নিশ্চয়ই আজ রাত্রে ধরা পড়িতে।”

 ডড্‌লে বলিলেন, “তুমি কে? তোমার মতলব কি?

 আগন্তুক বলিল, “আজ সকালে আমি আমাদের সর্দার মঙ্গহোবোর সঙ্গে তোমাদের আড্ডায় গিয়াছিলাম, আমাকে চিনিতে পারিতেছ না? মঙ্গহোবো তোমর সহিত বিশ্বাসঘাতকতা করিবে, তোমাদের ধরাইয়া দিবে,—এ কথা জানি তোমাকে সতর্ক করিতে আসিয়াছি। —একটু গোপনীয় স্থানে চল, সকল কথা শুনিবে।

 উড়লে আগন্তুকের কথা শুনিয়া উৎকণ্ঠিত চিত্তে নিশব্দে তাহার সঙ্গে চলিলেন। তাঁহারা উভয়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে উপস্থিত হইলে আগন্তুক বলিল, “আমার নাম মেগবাণী, মঙ্গহোবো আমার চাচাত ভাই, আপনি তাহাকে বলিয়াছেন-সে আপনাদিগকে নির্বিঘ্নে লামুতে পৌছাইয়া দিলে পাঁচ