বিশেষ দ্রষ্টব্য
রহস্য লহরী উপন্যাস মালার ষড়বিংশ খণ্ডে কোনও বৈদেশিক আখ্যায়িকা প্রকাশিত হইবে না। শারদীয় মহাপূজার আর অধিক বিলম্ব নাই, পূজার পূব্বেই এই খণ্ড প্রকাশিত হইবে। রহস্য-লহরীর শুভাকাঙ্খী বহুসংখ্যক পৃষ্ঠপোষক ও গ্রাহক মহোদয় আমাদিগকে লিখিয়াছেন, আমাদের এই জাতীয় মহোৎসবের অবকাশ কালে তারা আমাদের বাঙ্গালী-জীবনের সুখ-দুঃখ ও বিরহ মিলনের অনতিরঞ্জিত চিত্র প্রাপ্ত হইলে নিরতিশয় আনন্দ লাভ করবেন। ‘রহস্য-লহরী’র অবিকাশ গ্রাহক ও পাঠক মহোদয় তাহদের এই অভিমতের সমর্থন করিবেন, এই আশায় এবার আমরা পল্লীকথা নামক পল্লীকাহিনী প্রকাশের সঙ্কল্প করিয়া তাহাবই মুদ্রাঙ্কণ বাবস্থা করিলাম। পল্লী-কথা প্রকাশিত হইলে তাহা যথাসময়ে অনু গ্রাহক গ্রাহক মহোদয়গণের নিকট প্রেরিত হইবে। আশা করি বাঙ্গালীর দৈনন্দিন জীব, সুখদুঃখ বেদনা-বিষাদ ও আশা-আকাঙ্ক্ষার এই অনতিরঞ্জিত চিত্রগুলি বঙ্গ পাঠক সমাজে এই অকিঞ্চন গ্রন্থকার-রচিত ও বহুপূর্ব্ব প্রকাশিত ‘পল্লীচিত্র ও ‘পল্লীবৈচিত্রের ন্যায় সমাদৃত হইবে।