পাতা:নাবিক-বধূ.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিশেষ দ্রষ্টব্য


 রহস্য লহরী উপন্যাস মালার ষড়বিংশ খণ্ডে কোনও বৈদেশিক আখ্যায়িকা প্রকাশিত হইবে না। শারদীয় মহাপূজার আর অধিক বিলম্ব নাই, পূজার পূব্বেই এই খণ্ড প্রকাশিত হইবে। রহস্য-লহরীর শুভাকাঙ্খী বহুসংখ্যক পৃষ্ঠপোষক ও গ্রাহক মহোদয় আমাদিগকে লিখিয়াছেন, আমাদের এই জাতীয় মহোৎসবের অবকাশ কালে তারা আমাদের বাঙ্গালী-জীবনের সুখ-দুঃখ ও বিরহ মিলনের অনতিরঞ্জিত চিত্র প্রাপ্ত হইলে নিরতিশয় আনন্দ লাভ করবেন। ‘রহস্য-লহরী’র অবিকাশ গ্রাহক ও পাঠক মহোদয় তাহদের এই অভিমতের সমর্থন করিবেন, এই আশায় এবার আমরা পল্লীকথা নামক পল্লীকাহিনী প্রকাশের সঙ্কল্প করিয়া তাহাবই মুদ্রাঙ্কণ বাবস্থা করিলাম। পল্লী-কথা প্রকাশিত হইলে তাহা যথাসময়ে অনু গ্রাহক গ্রাহক মহোদয়গণের নিকট প্রেরিত হইবে। আশা করি বাঙ্গালীর দৈনন্দিন জীব, সুখদুঃখ বেদনা-বিষাদ ও আশা-আকাঙ্ক্ষার এই অনতিরঞ্জিত চিত্রগুলি বঙ্গ পাঠক সমাজে এই অকিঞ্চন গ্রন্থকার-রচিত ও বহুপূর্ব্ব প্রকাশিত ‘পল্লীচিত্র ও ‘পল্লীবৈচিত্রের ন্যায় সমাদৃত হইবে।