পাতা:নাবিক-বধূ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম পরিচ্ছেদ
১৫

পর ডড্‌লেকে বলিলেন, “ঐ যে মামা বোধ হয় আমার খোঁজেই এইদিকে আসিতেছেন। তিনি নৃত্যে যোগ দিতে ভালবাসেন না, বসিয়া বসিয়া তাস খেলিতেছিলেন, শেষে বিরক্ত হইয়া বোধ হয় উঠিয়া আসিতেছেন।

 উড়লে ব্যগ্রভাবে বলিলেন, “মিস এরসকাইন, আমার শেষ কথাটা শুনুন আপনার অধিক সময় নষ্ট হইবে না। আজই আমাদের প্রথম সাক্ষাৎ, সাক্ষাতের পরই বিদায়। হয় ত জীবনে আর আমাদের সাক্ষাৎ হইবে না। আপনাকে একটি কথা জিজ্ঞাসা করিব, আপনি সরল ভাবে উত্তর দিবেন কি?

 মিস্ এরাইন বলিলেন, “এ আর শক্ত কথা কি?”

 ডড্‌লে বলিলেন, “যদি ভাগ্যে থাকে ত ভবিষ্যতে-কখন-না-কখন আপনার সহিত আমার দেখা হইতে পারে।”

 মিস্ এরাইন বলিলেন “অসম্ভব কি? মনে করুন দেখা হইল, তাহার পর?

 ডড্‌লে বলিলেন, “যদি আমার সে সোভাগ্য হয়, তাহা হইলে আপনি আমার সহিত আলাপ করিয়া সুখী হইবেন?—আমার সহিত মিশিতে আপত্তি —করিবেন না ত?”

 মিস এরাইন বলিলেন, “আপত্তি কি?—আর আপনার মত রসিক সুজনের সহিত আলাপ করিয়া কেনই বা দুঃখিত হইব?—আমার কথা শুনিয়া খুশি হইয়াছেন ত?—ঐ যে মা আসিয়াছেন, এখন বাড়ী যাইব।

 ডাক্তার ল্যাম্পিয়ন সেই স্থানে উপস্থিত হইলে মিস এরসকাইন তাকে বলিলেন, “মামা, আপনি মিঃ ডড্‌লেকে চেনেন কি?”

 ডাক্তার বলিল, “হ্যাঁ, উহার সহিত পূর্বে দেখা হইয়াছিল।” উভয়ে পরস্পরের মুখের দিকে চাহিল, কিন্তু উভয়েই পরস্পরকে সন্দেহের চক্ষে দেখিল, যেন তাহাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন অসম্ভব।

 মিস এসকাইন ডড্‌লের নিকট বিদায় লইলেন, যাইবার সময় বলিলেন,, “আশা করি পুনর্বার আমাদের সাক্ষাৎ হইবে, তখন আপনার গল্প শুনিব। আপনি যে কার্যে যাইতেছেন তাহাতে সিদ্ধিলাভ করুন।”