পাতা:নাবিক-বধূ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় পরিচ্ছেদ
২৫

 পয়েণ্ডার বলিলেন, “বল কি। তবে আমি একবার উমেদারী করিয় দেখিব না কি? তাড়াতাড়ি দেশে না ফিরিয়া মাসখানেক না হয় এখানেই থাকিয়া যাই, ভাগ্য প্রসন্ন হইলেও হইতে পারে। আমার এমন চেহারা তাহার মনে ধরিবে না? যুবতী-মনোরঞ্জনের শক্তিও আমার যে নাই তাও বলিতে পারি না।—এই পরীর এখানে আড্ডা কোথায়?”।

 ডড্‌লে বলিলেন, “তিনি তার মাতুল ডাক্তার ল্যাম্পিয়নের বাড়ীতে থাকেন, ডাক্তার ল্যাম্পিয়নকে জানত?—ভারি টাকার মানুষ।”

 পয়েণ্ডার বলিলেন, “ডাক্তার ল্যাম্পিয়নের ভাগিনেয়ী? বল কি। ল্যাম্পিয়নটা ভয়ঙ্কর চতুর লোক, কিন্তু একদিন তার সমস্ত চালাকি বাহির হইয়া যাইবে। লোকটাকে শীঘ্রই ডুবিতে হইবে, তাহার সর্বনাশ অনিবার্য্য।”

 ডড্‌লে সবিস্ময়ে বলিলেন, “তোমার কথার মর্ম বুঝিতে পারিলাম না। ব্যাপার কি, সকল কথা খুলিয়া বল।” পয়েণ্ডার বলিলেন, “দেড় বৎসর পূর্বে বুকার পশ্চিমাংশে আরবদের বোট-সংক্রান্ত যে গোলমাল ঘটিয়াছিল—সে কথা কি তোমার মনে পড়ে?

 ডড্‌লে বলিলেন, “বিলক্ষণ মনে পডে! সেই ব্যাপারের সহিত ডাক্তার ল্যাম্পিয়নের কি সম্বন্ধ?”

 কিন্তু হঠাৎ অন্য কথার প্রসঙ্গ উপস্থিত হওয়ায় কথাটা চাপা পড়িয়া গেল। আহারাদির পর তিন বন্ধু একত্র তীরে অবতরণ করিলেন। ডকের অদূরে একটি ছোট বাড়ী ছিল, যে সকল জাহাজ ডকে আসিত, সেই সকল জাহাজের নাবিক, ফায়ারম্যান প্রভৃতি অনেকে এই বাড়ীতে আড্ডা দিতে আসিত। সেখানে তাহাদের পানাহারেরও বন্দোবস্ত ছিল। পয়েণ্ডর এই অট্টালিকায় প্রবেশের ইচ্ছা প্রকাশ করিলে ডড্‌লে ও টর্পেডো লেফটেনাণ্ট তাঁহাকে প্রতিনিবৃত করিবার চেষ্টা করিলেন, কারণ সেখানে জুয়া খেলাও চলিত; তাঁহারা বুঝিয়াছিলেন, পয়েণ্ডার সেখানে প্রবেশ করিলে জুয়ায় মাতিবেন, এবং তাঁহার হাতে যাহা কিছু ছিল—তাহা সমস্তই তাহাকে