পাতা:নাবিক-বধূ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
নাবিক-বধূ

 ডাক্তার ল্যাম্পিয়ন বলিল, “কিন্তু আমার দায়িত্ব কত অধিক তাহ ভাবিয়া দেখিয়াছ কি?—তমার আর এমন কি অধিক দায়িত্ব আছে?

 দ্বিতীয় ব্যক্তি বলিল, “কিছু ত আছে, আমার পক্ষে তাহাই যে অনেক। হা হউক, অগ্রে দরজাটা বন্ধ কর। দরজা খোলা থাকিলে আমাদের পরামর্শ অন্যে শুনে নিতে পারে।”

 ঠিক সেই মুহূর্তে একজন লোক সেই দ্বারের নিকট আসিল, দেখিয়াই ডড়লে-দরজার পাশে লুকাইলেন। তিনি দেখিলেন, লোকটি দ্বার খুলিয়া বিস্ফারিত নেত্রে একবার বাহিরের দিকে চাহিল।সে ডড্‌লে কে বা অন্য কাহাকেও দ্বারপ্রান্তে দেখিতে না পাইয়া দ্বার বন্ধ করিয়া দিল। ডড্‌লেও নানা কথা চিন্তা করিতে করিতে—যে কক্ষ হইতে সেখানে গিয়াছিলেন, সেই কক্ষে প্রত্যাগমন করিলেন, কিন্তু ব্যাপার কি তাহা বুঝিতে পারিলেন না, তবে কথাগুলি তাঁহার স্মৃতিপটে অম্বিত রহিল।