পাতা:নাবিক-বধূ.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
নাবিক-বধূ

করিয়া কয়েকদিন আমাদের এখানে থাকিলে বড়ই সুখী হইব। আমাদের স্বদেশের কোন লোককে অতিথিরূপে পাওয়া আমি সৌভাগ্যের বিষয় মনে করি। আমাদের দেশের লোক কয়জনই বা এখানে আসেন? আপনি আজ অপরাহ্নে ‘ডিউসি অস্ আফ্রিকা 'কোম্পানীর জাহাজে এখানে আসিয়াছেন বুঝি?

 ডড্‌লে এই প্রশ্নের উত্তর দিয়া পূর্ব্ব-আফ্রিকা-সম্বন্ধে নানা প্রসঙ্গের অবতারণা করিলেন। দিবাকর অনেক পূর্বেই অস্তগমন করিয়াছিলেন, কন্সলের গৃহচুডা হইতে সান্ধ্যপ্রকৃতির সুন্দর শোভা নিরীক্ষণ করিয়া উড়লে মোহিত হইলেন। তিনি সেইস্থানে বসিয়া তালীকুঞ্জের অন্তরালবর্তী সুনীল সমুদ্রের প্রতি দৃষ্টিপাত করিলেন। কত বিভিন্ন আকারের নৌকা, জাহাজ তাহার দৃষ্টিপথে পতিত হইল।

 ডড্‌লে আহারান্তে কন্সলের সহিত গৃহচুডায় প্রত্যাগমন করিলেন। গভীর রাত্রি পর্যন্ত তাঁহাদের গল্প চলিল। কন্সল-পত্নীও তাঁহাদের গল্পে যোগদান করিলেন। কয়েক ঘণ্টার পর কন্সল-পত্নী বুঝিলেন—তাহার স্বামীর সহিত ডড্‌লের গোপনীয় কথা থাকাই সম্ভব। সুতরা তিনি তাহাদের নিকট বিদায় গ্রহণ করিলেন। তখন কন্সল তাহার চেয়ারখানি ডড্‌লের আরও নিকটে টানিয়া আনিয়া নিম্নস্বরে বলিলেন, “তুমি যে কার্যের ভার লইয়া এখানে আসিয়াছ, আমি ইতিমধ্যেই তাহাতে হস্তক্ষেপণ করিয়াছি।”

 ডড্‌লে বলিলেন, “আপনি যথাসম্ভব ক্ষিপ্রতার সহিত কার্যারম্ভ করিয়াছেন শুনিয়া আশ্বস্ত হইলাম, এসকল গুরুতর কার্য্যে বিলম্ব না করাই ভাল, কিন্তু আপনি কতটুকু কি করিয়াছেন তাহা জিজ্ঞাসা করিতে পারি কি?”

 কন্সল বলিলেন, “নিশ্চয়ই পার। একজন লোকের সন্ধান লওয়া সর্ব্বাগ্রে আবশ্যক বলিয়া, সে এখন কোথায় আছে আমি তাহারই খোঁজ লইয়াছি লোকটির সহায়তা গ্রহণ তোমার পক্ষে অপরিহার্য, অধিক কি, তোমার কার্যের জ্য যে সকল লোকের সহায়তা চাই, এই লোকটি তাহাদের মধ্যে সর্বপ্রধান।”