জানিতে পারে—তাহা হইলে তাহাকে গ্রেপ্তার করা অসম্ভব হইবে।—এবার সে পলাইতে পারিলে, আমরা আর কখন তাহাকে হাতে পাইব না।”
কন্সল সাহেব আড়ষ্ট ভাবে বলিলেন, “সে কথা বড় মিথ্যা নহে, দেখা যাউক, কোথাকার জল কোথায় গিয়া দাঁড়ায়।”
এক ঘণ্টা পরে কন্সল সাহেব ডড্লেকে সঙ্গে লইয়া লাট-প্রাসাদে উপস্থিত হইলেন, লাট সাহেব তাঁহাদিগকে জানাইলেন, শীঘ্রই এই ব্যাপারে যথাযোগ্য তদন্ত হইবে। মিঃ স্পরফিল্ডের নিকট ডড্লের পরিচয় পাইয়া লাট সাহেব সুখী হইলেন। কন্সলের গৃহে তাঁহার ন্যায় সম্মানিত অতিথি লাঞ্ছিত হওয়ায়, লাট সাহেব তাঁহার নিকট অত্যন্ত দুঃখ প্রকাশ করিলেন, তাহার পর তিনি ডড লেকে বলিলেন,“এই দুর্ব্বত্তকে যে যথাযোগ্য দণ্ড প্রদান করা হইবে, -এ কথা আপনাকে বলাই বাহুল্য। আমি স্বয়ং উৎপীড়িত হইলেও এতদূর মর্ম্মাহত হইতাম না। আমার শাসনাধীন রাজ্যে—ব্রিটীশ কন্সলের গৃহে আবব হস্তে আপনার লাঞ্ছনা।—এ অত্যাচার অসহ্য। ডোমিঙ্গো, আমার আদেশ পালন করিয়াছ?”
ডোমিঙ্গো লাট সাহেবের এডি-কং।—সে বলিল, “হাঁ, আপনার আদেশ পালিত হইয়াছে।”
লাট সাহেব বলিলেন, “তাহা হইলে আসামীকে অবিলম্বে আমার সম্মুখে হাজির কর। মহাশয়, আপনারা একটু কফি পান করিয়া আমাকে পরিতৃপ্ত করুন, আর একটা চুকট?”
কন্সল লাট সাহেব-প্রদত্ত কদলীবৎ স্থূল চুরুটটি মুখে গুঁজিয়া তাহাতে অগ্নিসংযোগ করিলেন, তাহার পর তাঁহার মুখ-গহ্বর হইতে আগ্নেয়গিরির অগ্ন্যুদগম আরম্ভ হইল। কয়েক মিনিট পরে বন্দী আরবটা সেই স্থানে আনীত হইল। তাহার বিকট চেহারা দেখিলে অত্যন্ত সাহসী ইউরোপীয় বীর পুরুষেরও বুক কাঁপিয়া উঠে। তাহার মুখখানি ডালকুত্তার মুখের মত। তাহার চক্ষুদু’টি সাপের চক্ষুর মত পিট্-পিট্ করিতেছিল, তাহার দৃষ্টি ক্রূরতা খলতাপূর্ণ। সে যে আরব—এ বিষয়ে কোন সন্দেহ ছিল না। গবর্ণর সাহেব