পাতা:নাবিক-বধূ.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ পরিচ্ছেদ
৪৫

পার? আমি তাহার গতিবিধির প্রতি লক্ষ্য রাখিয়াছি ইহা কি সে জানিতে পারিয়াছে?”

 সামওয়েলি বলিল, “ইংরাজের জাহাজ তাহার ‘ধাও’ আক্রমণ করিতে পারে, এই ভয়ে সে মুহিবিদিতে (মোজাম্বিকে) আসে নাই।”

 সামওয়েলির কথা শুনিয়া ডড্‌লে অতান্ত উৎকণ্ঠিত হইলেন, সে যদি মোজাম্বিকে না আসে, তাহা হইলে তাঁহার সকল চেষ্টা বিফল হইবে। ডড্‌লে ব্যগ্রভাবে সামওয়েলিকে বলিলেন, “আমেদ বেন-হাসেন কি আমার মতলব জানিতে পারিয়াছে?”

 সামওয়েলি মাথা নাডিয়া বলিল, “হাঁ হুজুর, তাহা জানিতে পারে নাই, তবে সে এ সন্ধান পাইয়াছে যে, ইংরাজ মুহিবিদিতে উপস্থিত হইয়াছেন।”

 ডড্‌লে বলিলেন, “আমি এখানে আসিয়াছি তাহা সে কিরূপে জানিতে পারিল?”

 সামওয়েলি বলিল, “তাহা জানি না হুজুর! —তবে সে যে ইহা জানিতে পারিয়াছে, এ বিষয়ে কোন সন্দেহ নাই। খোদার ফজলে আমরা এই কুত্তাটাকে ‘জবে’ করিব, এ কথা স্থির জানিবেন। হুজুর কি এখনও তাঁহার ‘ধাও’ ধরিতে যাইবার জন্য উৎসুক আছেন?”

 মিঃ ডড্‌লে বলিলেন, “হাঁ, তোমার কথা শুনিয়াও আমার সঙ্কল্প ত্যাগ করি নাই। কিন্তু আমি এখানে আসিয়াছি শুনিয়া সে ত আর এ অঞ্চলে আসিতেছে না, এ অবস্থায় কিরূপে আমার আশা পুর্ণ হইবে?”

 সামওয়েলি বলিল, “আমি এথানে আসিতে-আসিতে সে কথা চিন্তা করিয়াছি, উপায়ও স্থির করিয়াছি। এই আমেদ বেন্-হাসেনটা একটা মস্ত বেয়াকুফ্, বেয়াকুফের বেটা বেয়াকুফ্। সে মনে করে তাহার মত চতুর লোক দুনিয়ায় আর কেহ নাই, কিন্তু শীঘ্রই সে জানিতে পরিবে— তাহার অপেক্ষাও চতুর লোক আছে। সে যখন তাহার ‘ধাও’ লইয়া যাত্রা করিবে—তখন সে দশজন খালাসী লইবে, আমি যে তাহার খালাসীদের মধ্যে