পাতা:নাবিক-বধূ.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ পরিচ্ছেদ
৪৭

 ডড্‌লে সামওয়েলিকে এই প্রশ্ন করিলে সে বলিল, “কাযটা আপনার পক্ষে কিছুমাত্র কঠিন হইবে না, কিন্তু হুজুর যদি আরবী না জানেন, তাহা হইলে মুস্কিলের কথা বটে।”

 ডড্‌লে বলিলেন, “আমি আরবীতে কথা কহিতে পারি বটে, কিন্তু আমেদ বেন-হাসেনের মত তাডাতাডি বলিতে পারি না, তবে পাগলের মুখ দিয়া যতটুকু আরবী বাহির হইতে পারে—তাহা পারিব। কি করিতে হইবে?”

 সামওয়েলি বলিল, “কোরাণের কোন ‘বয়েৎ’ আপনার মুখস্ত আছে কি?”

 ডড্‌লে তৎক্ষণাৎ আসল মৌলবীর মত দুলিতে-দুলিতে কোরাণের একটি ‘বয়েৎ' আবৃত্তি করিলেন। বয়েৎটি তিনি এরূপ শুদ্ধরূপে উচ্চারণ করিলেন যে, সামওয়েলি তাহাকে বাহবা না দিয়া থাকিতে পারিল না, মিঃ স্পরফিণ্ড বিস্ময়-বিস্ফারিত নেত্রে তাঁহার মুখের দিকে চাহিয়া রহিলেন, তাহার পর বলিলেন, “তুমি ত চমৎকার অভিনয় করিতে শিখিয়াছ। কোথায় শিখিলে?”

 ডড্‌লে বলিলেন, “কায়রো নগরে। আমি সেখানে মধ্যে মধ্যে ভিক্ষাজীবি দরবেশদের গান শুনিতাম, এবং তাহা লিখিয়া লইয়া মুখস্ত করিতাম।—কেমন সামওয়েলি ঠিক হইয়াছে ত?”

 সামওয়েলি বলিল, “হাঁ হুজুর, ইহাতেই চলিবে।—এখন ভোল বদলাইবার কি ব্যবস্থা হইবে বলুন। পোষাক আর চামডা এই দুইটিই বদল করা আবশ্যক।”

 ডড্‌লে সবিস্ময়ে বলিলেন, “চামডা বদল করিতে হইবে?—ইহা ত সম্ভব নহে।”

 সামওয়েলি বলিল, “ওয়াজুঙ্গুর (ইংরাজের) চামড়া বড শাদ, শাদা চামডা লইয়া আপনি কিরূপে আমেদ বেন-হাসেনের—'ধাও'র উপর উঠিবেন? ধরা পডিবেন যে। আপনার রঙ কালো করিতে হইবে, এবং আরবের ছদ্মবেশ ধারণ করিতে হইবে।”

 ডড্‌লে হাসিয়া বলিলেন, “আমাকে পাগল আরব সাজিতে হইবে,