পাতা:নাবিক-বধূ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
নাবিক-বধু

তুমি কি আমাকে সাজাইতে পারিবে?—রঙ চাই, পোষাক চাই, সে সকল ত জোগাড় করিতে হইবে।”

 সামওয়েলি বলিল, “এ আর শক্ত কায কি? সে সব আমার কাছেই আছে, আমি সংগ্রহ করিয়া আনিয়াছি,”

 সামওয়েলি তৎক্ষণাৎ তাহার বোঁচ্কা খুলিয়া একটি ছিন্ন ও বিবর্ণ পরি- চ্ছদের পুঁটুলি বাহির করিল, তাহার পর একটা বোতল বাহির করিল, বোতলে এক রকম কালো আরোক ছিল –এই জিনিসগুলি সে ডড্‌লের পদ- প্রান্তে রাখিয়া দিল।

 ডড্‌লে বলিলেন, “ছদ্মবেশ ধারণের ব্যবস্থা ত করিলে, কিন্তু অন্যান্য ব্যবস্থাও করিতে হইবে। আমেদ বেল্‌-হাসেনের ‘ধাও’ যেখানে আছে—আমি সেখানে কিরূপে যাইব? আর কিরূপেই বা তাহার অলক্ষ্যে সেই বোটে উঠিব?”

 সামওয়েলি বলিল, “একটা উপায় আছে। আপনি সমুদ্রের কূলে-কূলে চলিয়া ধাওর নিকট উপস্থিত হইবেন, এবং ‘ধাও’খানি যখন নোঙ্গর তুলিবে তখন সাতার দিয়া তাহাতে উঠিবেন। আমেদ বেন-হাসেন খোদার ‘দোয়া’ প্রার্থনা করিবে, আপনাকে তাহার ধাওর উপর দেখিলেই সে বুঝিবে, আল্লা তাহার প্রার্থনায় কর্ণপাত করিয়াছেন। আমি সে সকল ব্যবস্থা করিব।”

 মিঃ স্পরফিল্ড বলিলেন, “ধাওখান কোন সময়ে নোঙ্গর তুলিবে,—অগ্রে তাহা জানা আবশ্যক, তদনুসারে উনি এথান হইতে যাত্রা করিবেন।”

 সামওয়েলি বলিল, “সকালে বাতাস উঠিলে ‘ধাও’ ছাড়িবে।”

 মিঃ ডড্‌লে বলিলেন, “উত্তম, ঠিক সময়ে আমি সেখানে হাজির থাকিব। এখন আর একটা কথা জানিতে চাই, অস্ত্রশস্ত্র কিছু সঙ্গে থাকা আবশ্যক, তাহার কি ব্যবস্থা হইবে? আমেদ বেন্ হাসেন জাহাজ হইতে মালগুলি ‘ধাও'র উপর তুলিলে আমাদের অস্ত্রের আবশ্যক হইবে।—তুমি বন্দুক চালাইতে জান?

 মিঃ স্পরফিল্ড বলিলেন, “সামওয়েলি পাকা গোলন্দাজ।—উহার লক্ষ্য অব্যর্থ। উহার হস্তে অনায়াসেই বন্দুক দিতে পার।”