সামওয়েলি তাহাঁদের নিকট বিদায় গ্রহণ করিলে তাঁহারা নিস্তব্ধভাবে ধূমপান করিতে লাগিলেন। অনেকক্ষণ পরে মিঃ স্পরফিল্ড ডড্লেকে বলিলেন, “ডড্লে, তুমি ত সকল কথা শুনিলে, কাযটা কত বড় বিপজ্জনক তাহাও বেশ বুঝিতে পারিয়াছ, এখন বল, এ সকল জানিয়া-শুনিয়াও কি এই কার্যো প্রবৃত্ত হইতে তোমার আগ্রহ হইতেছে?”
ডড্লে সোৎসাহে বলিলেন, “নিশ্চয়ই। আপনি কি মনে করেন—আমি যে ভার গ্রহণ করিয়াছি, প্রাণভয়ে তাহা হইতে প্রতিনিবৃত্ত হইব? আমাকে সেরূপ কাপুরুষ মনে করিবেন না। বিপদই পুরুষের ভাগ্য-পরীক্ষার কষ্টি- পাথর।”
স্পরফিল্ড বলিলেন, “খুব সাবধানে থাকিও, অতিরিক্ত উৎসাহ প্রকাশ করিতে গিয়া অনর্থক বিপন্ন হইও না। আমেদ বেন-হাসেন অত্যন্ত নিষ্ঠুর, অতি ভীষণ প্রকৃতির লোক, যদি তোমার প্রতি তাহার বিন্দুমাত্র সন্দেছ হয়, তাহা হইলে সে অসঙ্কোচে তোমাকে হত্যা করিবে। মশা মাছি মারিতে যত- টুকু বিলম্ব হয়—সে ততটুকুও বিলম্ব করিবে না।”
ডড্লে বলিলেন, “তাহা আমি জানি, জানি বলিয়াই আমি যথাসাধ্য দক্ষতার সহিত পাগলের অভিনয় করিব। আশা করি তাহাতে কৃতকার্য্য হইব।”
স্পরফিল্ড বলিলেন, “তোমার কথা শুনিয়া আশ্বস্ত হইলাম। এখন বিদায়। তুমি শয়ন করিতে যাও, কিন্তু আমাকে অনেক রাত্রি জাগিতে হইবে, হাতে বিস্তর কায আছে।”
ডড্লে স্পরফিল্ডের নিকট বিদায় লইয়া শয়ন করিতে চলিলেন।