পাতা:নাবিক-বধূ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৬
নাবিক-বধূ

 ডড্‌লে বলিলেন, “সেলাম! আবার সুযোগমত দেখা করিও।”

 অল্পক্ষণ পরে আমেদ বেন্-হাসেন সেই স্থানে উপস্থিত হইল।—সে মুসলমান হইলেও মুসলমান ধর্ম্মের বিধি-নিষেধ পালন করিত না, সে মদ্যপান করিয়া টলিতে লাগিল। পা যে কোথায় পড়ে, তাহার স্থিরতা নাই।

 পরদিন প্রত্যুষে ধাওখানি নোঙ্গর তুলিয়া গন্তব্য পথে যাত্রা করিল। অদূরে কমোরো প্রদেশের তীরভূমি দুর্গম অরণ্যে সমাচ্ছন্ন। এই প্রদেশ ফরাসী গবর্মেণ্টের অধিকারভুক্ত হইলেও স্থানীয় সুলতানেরা স্বাধীন নরপতির ন্যায় রাজত্ব করিতেন। স্থানীয় লোকেরা নৌকা লইয়া জাঞ্জিবার হইতে মোজাম্বিকের উপকূল পর্যন্ত ভূভাগে বাণিজ্য করিত। বড় বড় জাহাজ এ অঞ্চলে মাসে একবার মাত্র আসিত, কিন্তু তাহা মেয়টা ভিন্ন অন্য কোন বন্দরে ভিড়িত না। রাস্‌বাকু কমোরো দ্বীপের উত্তরাংশে অবস্থিত। এই স্থানটি পর্ব্বতময়, ক্ষুদ্র ক্ষুদ্র আগ্নেয়গিরি সেখানে অনেক ছিল।

 সেইদিন সায়ংকালে নৈশ-ভোজন শেষ করিয়া আমেদ বেন্-হাসেন ছদ্মবেশী ডড্‌লেকে ডাকিয়া পাঠাইল।—তিনি আমেদ বেনের সহিত দেখা করিতে চলিলেন। তিনি মনে মনে বলিলেন, “আমি যদি আরবী ভাষায় ভাল করিয়া কথা কহিতে না পারি, তাহা হইলে এ বেটা আমাকে সন্দেহ করিবে, একটু সন্দেহ হইলেই ত সর্ব্বনাশ।—কাল রাত্রি পর্যন্ত উহার সহিত আমার দেখা না হইলেই ভাল ছিল।”

 ডড্‌লে আমেদ বেন্-হাসেনের কামরায় প্রবেশ করিয়া দেখিলেন, সে একখানি গালিচার উপর বালিশে ঠেস দিয়া বসিয়া আছে। সে ডড্‌লেকে সাদরে আহ্বান করিয়া তাহার পাশে বসিতে বলিল।

 ডড্‌লে আরবীতে বলিলেন, “খোদাতালা আমেদ বেন্-হাসেনের মঙ্গল করুন। তাঁহার ছেলেমেয়েরা সুখে থাক, তাঁহার শত্রুরা উচ্ছন্ন যাউক, আর যাহারা—”

 আমেদ বেন্-হাসেন বলিল, “থাম্‌রে পাগ্‌লা, থাম।—আগে বল তুই কে, এখানে কোথা হইতেই বা আসিতেছিস্।”