পাতা:নাবিক-বধূ.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিচ্ছেদ
৬৫

 এতক্ষণ পরে ডড্‌লের মনে পড়িল-তখনও তিনি ছদ্মবেশেই আছেন, তাঁহাকে ইংরাজ বলিয়া জাহাজের কোনও লোক চিনিতে পারে নাই।—তিনি তৎক্ষণাৎ সেই পাচকের নিকট তাঁহার প্রকৃত পরিচয় দিতে উদ্যত হইয়াছেন,—এমন সময় পাচকটা কাহাকে দেখিয়া তাড়াতাড়ি উঠিয়া সসম্ভ্রমে অভিবাদন করিল, তিনি আগন্তুকের দিকে মুখ ফিরাইয়া দারুণ বিস্ময়ে অভিভুত হইলেন। তিনি দেখিলেন, এই আগন্তুক তাঁহারই পূর্ব্ব-পরিচিত ডাক্তার ল্যাম্পিয়ন, মিস্ এরস্‌কাইনের মাতুল।—ডাক্তার ল্যাম্পিয়নকে দেখিয়া তাঁহার মুখের কথা মুখেই রহিয়া গেল।

 ডড লে দেখিলেন, ডাক্তার ল্যাম্পিয়নের পরিধানে শুভ্র পরিচ্ছদ, এবং তাঁহার মুখে একটা প্রকাণ্ড চুরুট ও মস্তকে একটা ছত রিওয়ালা সাদা টুপি। সে ডড লেকে দেখিয়া একমুখ ধোঁয়া ছাডিয়া পূর্ব্বোক্ত পাচককে বলিল, “বাবুর্চ্চি, আধ-মরা ‘নিগর’টা এখন কেমন আছে?”

 পাচক বলিল, “অনেকটা সুস্থ হইয়াছে, এ যাত্রা বোধ হয় বাঁচিয়া গেল কিন্তু ধাক্কা সামলাইতে এখনও সময় লাগবে। আরব কি না, ভারি কাঠপ্রাণ, নতুবা রক্ষা পাইত কি না সন্দেহ।”

 ডাক্তার ল্যাম্পিয়ন বলিলেন, “বেটা নৌকার উপর মরিলেও কোন ক্ষতি ছিল না, উহার জন্য মিছামিছি বিস্তর হয়রাণ হওয়া গিয়াছে। উহাকে খোলা নৌকায় ভাসিতে দেখিয়া জাহাজের চৌকিদার উহার খোঁজ-খবর লওয়া আবশ্যক মনে করে নাই, কিন্তু আমার ভাগিনেয়ী কিছুতেই ছাডিল না, তাই উহাকে জাহাজে তুলিয়া আনিতে হইয়াছে।—সে-ই প্রথমে উহাকে নৌকার উপর দেখিতে পায়।

 মিস্ এরস্‌কাইনও কি এই জাহাজে আছেন?—ডাক্তার ল্যাম্পিয়নের কথা শুনিয়া ডড্‌লের হৃদয় আনন্দে নৃত্য করিয়া উঠিল। কথাটা হঠাৎ তাহী বিশ্বাস করিতে প্রবৃত্ত হইল না। ছদ্মবেশেও পাছে ডাক্তার ল্যাম্পিয়ন তাঁহাকে চিনিতে পারে—এই আশঙ্কায় তিনি মুখ ফিরাইয়া রহিলেন। ডাক্তার লাম্পিয়ন তাঁহাকে লক্ষ্য করিয়া অবজ্ঞাভরে বলিল, “জানোয়ার