পাতা:নাবিক-বধূ.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ পরিচ্ছেদ
৬৯

 ডড্‌লে বলিলেন, “চাচার ভাগ্যে যাহা হয় হইবে, কিন্তু তোমাকে একটা: কথা জিজ্ঞাসা করিতে ভুলিয়াছি। আমার সেই চাকরটা আমার মতই হাত-পা বাঁধা অবস্থায় নৌকায় পডিয়াছিল। তোমরা আমাকে তোমাদের জাহাজে তুলিয়া আমার প্রাণরক্ষা করিয়াছ, কিন্তু আমার চাকরটাকে ফেলিয়া আসিয়াছ কেন?—আহা, বেচারা আমার জন্য অনায়াসে জান্ দিতে পারিত, এ রকম প্রভুভক্ত বিশ্বাসী নফর অনেক ভাগ্যে পাওয়া যায়।”

 পাচক বলিল, “সে বাঁচিয়া থাকিলে তাহাকেও জাহাজে তুলিয়া লইতাম, কিন্তু আমরা নৌকায় গিয়া দেখিলাম সে মরিয়া গিয়াছে। তোমারও বোধ হয় আর দুই-এক ঘণ্টার মধ্যে মৃত্যু হইত। তুমি ধুকধুক করিতেছ দেখিয়া তোমাকে জাহাজে তুলিয়া লইলাম, নৌকাখানি তাহার মৃতদেহ লইয়া সমুদ্রে ভাসিয়া চলিল। নৌকার উপর হইতেই সে বোধ হয় হাঙ্গরের পেটে গিয়াছে। আমবা তোমাকে উদ্ধার না করিলে তোমারও সেই দশা ঘটিত।”